বার্তা পরিবেশক: আগামি ৮ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে কক্সবাজার জেলা আ’লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কক্সবাজার জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট এ.কে আহমদ হোসাইন এক বিবৃতিতে এ তথ্য জানান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত নেতা ও প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি। বিবৃতিতে ভারপ্রাপ্ত সভাপতি জানান, প্রথমে আগামি ৮ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও কেন্দ্রিয় সাধারণ সম্পাদকের নির্দেশে তা বাতিল করে ১৫ ফেব্রুয়ারি পুন: নির্ধারণ করা হয়েছে। উক্ত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনকে সার্বিকভাবে সফল করার জন্য আগামি ২৮ জানুয়ারির মধ্যে জেলা কমিটির সভা আহ্বান করার জন্য কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদকে অনুরোধ করা হয়েছে। গত ২০ জানুয়ারি কক্সবাজার সদরের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত জেলা নেতৃবৃন্দের বিবৃতি ও সংবাদের ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন