টেকনাফে প্রবল বৃষ্টিপাত : আবারো পাহাড় ধ্বসে প্রাণহানির আশংকা

টেকনাফ সংবাদদাতা

আসন্ন বর্ষার আগমনী উপলক্ষে টেকনাফ উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। এরফলে পাহাড়ের ঝুঁিকতে বসবাসকারীদের এখনো নিরাপদে সরিয়ে না নেওয়ায় আবারো পাহাড় ধ্বসে প্রাণহানির আশংকা করা হচ্ছে।
সরেজমিন দেখা যায়-টেকনাফ নাইট্যংপাড়া, পুরাতন পল্লান পাড়া, লেক্সগুলবিল, ফকিরা মুড়া, জাদিমুড়া, লম্বাবিল, হ্নীলা ইউনিয়নের ও হোয়াইক্যং ইউনিয়ন’সহ বিভিন্ন এলাকায় সরকারী পাহাড়ে স্থাপনা তৈরী করে বসত বাড়ি করে আসছে ১০ হাজারের অধিক লোকজন। প্রতি বছর বন বিভাগ শুধুমাত্র নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করে তাদের দায়িত্ব শেষ করলেও কাজের কাজ কিছু হচ্ছে না। সামনে আবারো বর্ষা আসছে। আতংক দেখা দিয়েছে পাহাড়ি এলাকায় মানুষের মাঝে। তারপর ঝুঁকি নিয়ে বসবাস করে আসছে। সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি টেকনাফে পাহাড় গুলোর ঝুঁকির মাত্রা নির্ধারণ করেছে। তাতে দেখা গেছে পাহাড় গুলোর বালু মিশ্রিত। সেখানে বসতি তো দূরের কথা কোন ধরণের অবকাঠামো নির্মাণের জন্য উপযুক্ত নয়। কিন্তু এসব পাহাড়ের সবগুলো সরকারি বন বিভাগের হওয়ায় বিভিন্ন এলাকা আসা উপজাতী, স্থানীয় হতদরিদ্র পরিবার ও প্রভাবশালীদের নিয়ন্ত্রণে প্রায় ১০ হাজার মানুষ পাহাড়ের ঢালুতে ঝুঁকি নিয়ে বসবাস করছে। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও সংশোধিত ২০১০ এর ৪ ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলীয় অথবা ব্যক্তি মালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না। এ আইনে পাহাড় কাটার অপরাধে সর্বোচ্চ দুই বছরের জেল ও ৫ লাখ টাকার জরিমানা বিধান থাকলেও পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ পাহাড় কাটার অপরাধে এ পর্যন্ত ও কাউকে জরিমানা বা শাস্তির আওতায় আনেনি। যে কারণে টেকনাফ উপজেলায় পাহাড় দখল, কর্তন, স্থাপনা তৈরি ও অবৈধ বসবাস অব্যাহত রয়েছে। টেকনাফ উপজেলা হতে জানান- ঝুঁকিপুর্ণ পাহাড়ী বসবাসকারীদের মাইকিং করে সরে যেতে নিদের্শ দেওয়া হয়েছে বলে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন। অসংখ্য রোহিঙ্গা,বাস্তুহারা মানুষ বর্তমানে পাহাড়ের পাদদেশে ঝুঁিকর মধ্যে রয়েছে। অবিলম্বে এদের নিরাপদ স্থানে সরিয়ে আনা না হলে  ভারীবর্ষণ ও পাহাড়ী ঢলে পাহাড় ধ্বসে মৃত্যু অনিবার্য বলে সচেতনমহল মনে করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন