উখিয়া বরযাত্রীর উপর সন্ত্রাসী হামলা, মহিলা সহ আহত ১০, ৩ লাখ টাকার মালামাল লুট

এম বশর চৌধুরী
কক্সবাজারের উখিয়ার রুমখা হাতীরঘোনা এলাকায় বর যাত্রীর উপর হামলা করে স্বর্ণের অলংকার কাপড় ছোপড় সহ তিন লাখ টাকার মালামাল লুট করেছে দূর্ববত্তরা।
এ ঘটনায় মহিলা সহ অন্তত ১০ জন আহত হয়েছে। তৎমধ্যে বর সহ ৩ জনের অবস্থা আশংকা জনক। তাদেরকে আশংকা জনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। গত কাল ২১ জুন বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে।
অভিযোগে প্রকাশ, হলদিয়া পালং ইউনিয়নের রুমখা হাতীর ঘোনা গ্রামের শামশুল আলমের মেয়ে ইয়াছমিন আক্তার (১৬) কে গত ২২ এপ্রিল সন্ধ্যায় একই গ্রামের ফরিদ আলমের ছেলে জি এম ইদ্রিছ (৩৮) ও আব্দুল করিমের ছেলে আক্তার মিয়া (২৪) জোর পূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে আত্মগোপন করে রাখে। এ ঘটনায় অপহ্নতার ভাই জুহুর আলম প্রঃ আপেল (২৮) থানায় অভিযোগ করেছিল। গতকাল ২১ জুন (শুক্রবার) জুহুর আলম প্রঃ আপেল (২৮) এর বিবাহের দিন ধার্য্য থাকায় বরযাত্রা যাওয়ার জন্য আত্মীয় স্বজনেরা ঘরের উঠানে অবস্থান কালে অস্ত্র আইনে মামলা সহ ডজন মামলার আসামী জি এম ইদ্রিছ এর নেতৃত্বে এখলাছ মিয়া (৩৫), ইসলাম মিয়া (২৩), বাদশা মিয়া (২৮), মোঃ ইসমাইল (২৮), আবু তাহের (২৭), আক্তার মিয়া (২৪) অস্ত্র শস্ত্র নিয়ে বর যাত্রীর উপর হামলা করে। সন্ত্রাসীরা এলোপাতাড়ী পিটিয়ে জুহুর আলম প্রঃ আপেল (২৮), জয়নাব আক্তার (২৩) সাহাব উদ্দিন (৩৫), নুরুল আলম (৫০), আয়ুব আলী (৩২), নুরু ড্রাইভার (৪০), শামশুল আলম (৫৫), মনোয়ারা বেগম (৩২) সহ  অন্তত ১০ জন বরযাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে স্বর্ণের অলংকার, কাপড় চোপড় সহ তিনলাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। তৎমধ্যে বর জুহুর আলম প্রঃ আপেল (২৮), জয়নাব আক্তার (২৩) সাহাব উদ্দিন (৩৫) দের অবস্থা আশংকা জনক। এ ঘটনায় শামশুল আলম (৫৫) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন মিয়া জানান, তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মিন্টু ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন