সমাজসেবা পরিচালনাধীন কম্পিউটার ক্লাসে জেলা প্রশাসক

ভিশন-২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ জনশক্তি প্রয়োজন

বার্তা পরিবেশক
শহর সমাজসেবার আওতাধীন কম্পিউটার প্রশিক্ষণার্থীদের ক্লাস নিলেন জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন।
কম্পিউটার প্রশিক্ষণের প্রয়োজনীয়তার বিভিন্ন দিক বিশ্লেষণ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই। সরকার ভিশন ২১ ঘোষণা করেছে। ২১ সালের মধ্যে দেশের অনেক সমস্যার সমাধান করে লক্ষ্যে পৌঁছতে হবে। এর জন্য প্রয়োজন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা। ডিজিটাল বাংলাদেশ বাস্তাবায়ন হলে কেটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের স্বপ্ন সফল হবে।
কম্পিউটার প্রশিক্ষণার্থীরা জেলা প্রশাসকের বক্তব্য গভীর মনযোগ সহকারে শ্রবণ করেন। তারা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে স্ব স্ব ক্ষেত্রে তা বাস্তবায়ন পূর্বক সমৃদ্ধ স্বদেশ গঠনে অবদান রাখার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সমন্বয়কারী ইঞ্জিনিয়ার কানন পাল, কম্পিউটার প্রশিক্ষক পিন্টু দত্ত, সিনিয়র সহকারী প্রশিক্ষক সুজয় কান্তি পাল, সহকারী প্রশিক্ষকবৃন্দ যথাক্রমে রানা ভট্টাচার্য্য, আবু সুফিয়ান সোহেল, মোঃ শাখাওয়াত হোসেন, শাহাব উদ্দিন, শাহিন আক্তার, পিন্টু মল্লিক (আকাশ), ফারুক আযম, আবু তৈয়ব প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন