ফলোআপ > অবশেষে স্যান্ডেলিনার অশ্লীল বিলবোর্ড সরানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মুসল্লিদের আপত্তির মুখে অবশেষে কক্সবাজার শহরের লালদীঘির পশ্চিম পাড়ের সিকদার কমপ্লেক্সে স্থাপিত স্যান্ডেলিনা সাবানের অশ্লীল বিজ্ঞাপন বিলবোর্ডটি সরানো হয়েছে।
রবিবার থেকে এই বিতর্কিত বিলবোর্ডটি আর দেখা যাচ্ছেনা।
সুত্র মতে, কক্সবাজার শহরের লালদীঘির পূর্ব পাড়ের বায়তুর রহমান জামে মসজিদ ও পশ্চিম পাড়ের লালদীঘি জামে মসজিদের সামনের বিল্ডিংয়ে মহিলার ডিজিটাল ছবি সম্বলিত অশ্লীল বিলবোর্ডটি স্থাপন করা হলে সাধারণ মুসল্লিদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় ও জাতীয় প্রচার মাধ্যমে লেখালেখি হয়। শুক্রুবার  জুমার নামাজের পর দুই মসজিদের শত শত মুসল্লি বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানটির উপর ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তা সরানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানান। এ দাবীতে ক্ষুব্ধ লোকজন গণস্বাক্ষর অভিযানও চালান। ফলে জনগণের ক্ষোভ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিলবোর্ড সরিয়ে নেয়।
এ দিকে অশ্লীল এ বিলবোর্ড নিয়ে জেলার প্রবীন আইনজীবি, লেখক ও গবেষক এড় মোহাম্মদ জাহাঙ্গীর স্থানীয় এক পত্রিকায় মন্তব্য প্রতিবেদনও লিখেন। এ জন্য ওই লেখককে সাধুবাদ জানিয়েছে পাঠকমহল। 
অন্যদিকে এ বিষয়ে কিছু মহল ওই লেখাকে বিতর্কিত করার চেষ্টা করলে সচেতনমহলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন