ইসলামপুরে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর সর্বস্ব লুটের ঘটনায় মামলা দায়ের

নুরুল আজিম
কক্সবাজার সদরের ইসলামপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট সর্বস্ব করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় ২৭জুন জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে লুটের শিকার ব্যবসায়ীর বোন রহিমা। 

এজাহারে জানা যায়, লবণ শিল্প নগরী ইসলামপুর ইউনিয়নের পপুলার সল্ট ইন্ডাষ্ট্রির মালিক মোহাম্মদ ইলিয়াছ গত ২৪জুন সন্ধ্যা ৬টার দিকে ঈদগাও কৃষি ব্যাংক হইতে উত্তোলিত টাকা ও পূর্ব থেকে তার পকেটে থাকা টাকা নিয়ে ইসলামপুর বাজারের দক্ষিন পার্শে¦ পৌছলে উৎপেতে থাকা চিহ্নিত সন্ত্রাসী খোকনের নেতৃত্বে তার দলবল তার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করে। এতে অপরাগতা প্রকাশ করিলে সন্ত্রাসীরা তাকে শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাহাত করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা নগদ ১ লক্ষ টাকা, দামী মোবাইল সেট এবং একটি চেকসহ মূল্যবান কাগজপত্র ছিনতাই করে। আহত ব্যবসায়ীর শোরচিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে। পরে লোকজন আশংকা জনক অবস্থায় ইলিয়াছকে উদ্ধার করে ককসবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দায়ের করা মামলায় আনোয়ার সাদাত প্রকাশ খোকনকে প্রধান আসামী করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই. নাছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এজাহারে নামীয় আসামীদের গ্রেফতারে প্রচেষ্টা চলছে বলে জানান।