মেয়রের প্রতি দৃষ্টি আকর্ষণ

পর্যটন উপ-শহর টেকনাফ পৌরসভার ফুটপাথ হকারদের দখলেঃ জনগণের দুর্ভোগের অন্ত নেই

আবুল কালাম আজাদ
সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভার জনসাধারণের যাতায়াতের ফুটপাতগুলো এখন হকারদের দখলে ফলে সাধারণ জনগণের দুর্ভোগ চরমে উঠেছে। টেকনাফ উপজেলার সীমান্ত,
দর্শনীয়, শিক্ষা ও বাণিজ্যের শহর হচ্ছে টেকনাফ পৌরসভা। এ পৌরসভার মধ্যে রয়েছে উপজেলা পরিষদ, ঐতিহাসিক মাথিনের কূপ, টেকনাফ মডেল থানা, প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ বিদ্যাপিঠ কলেজ। এ পৌরসভার এত বেশি যে, টেকনাফের যেকোন বাসিন্দাকে কোন না কোন কাজে টেকনাফ পৌরসভায় আসতে হয়। কিন্তু পৌরসভার যাতায়াত ব্যবস্থা এত যে করুণ যে কোন লোক বা পর্যটক একবার আসলে আর আসতে চায় না। জরাজীর্ণ সড়ক, সড়কের উপর বাজার, বিভিন্ন দোকান-পাট সহ হরেক রকমের স্থাপনা।  ইহা যানবাহনের জন্য নির্দিষ্ট বাস টার্মিনাল থাকার পরও সকল প্রকার যানবাহনের ছড়াছড়ি, টিকেট কাউন্টার থাকায় জনসাধারণের চলাচল আরও বিপজ্জনক হয়ে পড়েছে। এ যানজট, ফুটপাত, দখল দীর্ঘদিন পর্যন্ত বিদ্যমান থাকলেও পৌর ও স্থানীয় প্রশাসন কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায় হকার ও গাড়ি চালকেরা দিন দিন আরও বেপরোয়া হয়ে সড়ক দখলের প্রতিযোগিতায় নেমেছে। ফলে সাধারণ জনগণের যাতায়াতে দুর্ভোগের চেয়ে বেশির ভাগ অসুবিধায় পড়েছে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, মুমূর্র্ষু রোগী ও মহিলা যাত্রীরা। টেকনাফ পৌরসভা পরিদর্শন করে দেখা যায়, এমনিতেই ফুটপাথ হকারদের দখলে পাশাপাশি বিভিন্ন প্রকার যানবাহন সড়কের উপর এলোপাতাড়ি দাড় করিয়ে আরও বিপজ্জনক করে তুলেছে। এ ব্যাপারে টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অতি শীঘ্রই ফুটপাথের উপর নির্মিত দোকানপাট ভেঙ্গে দিয়ে সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করা হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।