চকরিয়ায় অল্প বৃষ্টিতে সড়ক যোগাযোগের বেহাল দশা

দায়ী সংস্কার কাজে অবহেলা

এস এম হান্নান শাহ
চকরিয়া উপজেলা ও পৌরসভার বেশ কিছু আঞ্চলিক সড়কের যোগাযোগ বেহাল দশায় পরিনত হয়েছে। সংস্কার না হওয়ার কারণকে দায়ি বলে অভিযোগ করছেন সাধারণ লোকজন।
বর্তমান বর্ষা মৌসুম শুরু হলেও অদ্যবধি সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার না হওয়ার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে চকরিয়া পৌরসভার বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক হয়ে বিমান বন্দর, কাহারিয়া ঘোনার খন্দকার পাড়া,ওয়াপদা সড়ক হয়ে হিন্দু পাড়া, থানা সড়ক, পর্যন্ত কাঁদায় কাঁদায় পরিপূর্ণ হয়ে গেছে। এ সড়ক গুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীরা কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন বিদ্যালয়ে যাওয়া আসা করে থাকে। এ ছাড়া বানিজ্যিক শহরের ব্যস্ততম এলাকা হিসাবে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে থাকে। এছাড়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ভাঙ্গারমুখ হয়ে ঘুনিয়া ও উত্তর ঘুনিয়া ও দক্ষিণ ঘুনিয়া, নয়াপাড়া হয়ে উচিতার বিল বটতলী সড়ক এখন চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। অপরদিকে খুটাখালী পশ্চিম জলদাশ পাড়া, ডুলাহাজারার হারগাজা সড়ক, মালুমঘাট হায়দার নাশি সড়ক, কৈয়ারবিলের দিপকুল পাড়া, দরগা পাড়া সড়ক, বরইতলীর গোবিন্দপুর, সাহারবিল ষ্টেশন পাড়া, হারবাং প্রায় সড়ক, কাকারার প্রধান সড়কের বিভিন্ন স্থানসহ উপজেলার বেশ কিছু আঞ্চলিক সড়ক এখন চলাচলের অনুপুযোগী হয়ে পড়েছে। এসব সড়ক দিয়ে গাড়ি চলাচল করছে ঝুকি নিয়ে। সাধারণ লোকজন, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা এসব ঝুকি নিয়ে স্কুলে আসা যাওয়া করছে। স্থানীয় লোকজন বর্ষা মৌসুমে চলাচল করার উপযোগী করার জন্য দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।