কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর অবৈধ হাট-বাজার

কায়সার হামিদ মানিক
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর অবৈধ হাট-বাজার স্থাপন করে টু পাইস ইনকাম করছে একশ্রেণীর সুবিধাভোগী হাট-বাজার ইজারাদার সিন্ডিকেট, সংস্থা, সংগঠন বা প্রভাবশালী মহল।
ফলে এসব স্থানে তীব্র যানজটে নাকাল স্থানীয় পথচারী। অসহনীয় দুভোর্গ পোহাচ্ছে অগণতি যাত্রী সাধারণ, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও পর্যটক।
জানা গেছে, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে প্রাচীন কালের ঐতিহ্য হাট-বাজার গুলোতে সপ্তাহে ২দিন ক্রেতা বিক্রেতা সাধারণের মিলন মেলায় পরিণত হয়। সরকার প্রতি অর্থ বছরে এসব হাট-বাজার গুলো প্রকাশ্যে নিলাম দিয়ে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে। এলাকার ক্ষতিপয় প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন সংস্থা বা সংগঠনের ব্যানারে এসব হাট-বাজার ইজারা নিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার জন্য  ইজারাদার সিন্ডিকেট সড়কের উপর অবৈধভাবে হাট-বাজার স্থাপন করে প্রতিদিন অবৈধ উপায়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও দেখার কেউ নেই।
সরেজমিন উখিয়া-টেকনাফ সড়কের থাইংখালী ষ্টেশন ঘুরে দেখা যায়, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি সড়ক ও জনপদের জায়গা অবৈধ দখল করে অস্থায়ী ভাবে দোকান ঘর নির্মান করে দিয়েছে। তাছাড়াও সড়কের উপর হাট-বাজার বসিয়ে সেখান থেকে টোল আদায় করছে। স্থানীয় চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, সড়কের উপর হাট-বাজার জমে উঠার কারণে পথচারী ও স্কুল, কলেজ, মাদ্রাসা গামী ছাত্র-ছাত্রীদের চলাফেরায় মারাত্মক সংকটাপন্ন হয়ে উঠেছে। তিনি বলেন, এভাবে সড়কের উপর প্রতিনিয়ত সকাল সন্ধ্যা জমজমাট হাট-বাজার বসিয়ে অবাধে বেচা কেনা চালানোর ফলে অনেক সময় দুরপাল্লার যানবাহন গুলো এখানে এসে আটকে পড়ে যায়। এসময় যানবাহন শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে অসংখ্যবার হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটছে। গতকাল বুধবার  বিকাল ৪টায় উখিয়ার কোট বাজার ষ্টেশনের ব্যস্ততম এলাকায় একটি টেকনাফ গামী যাত্রীবাহী মাইক্রো সাইট দিতে গিয়ে একটি অটোরিকসায় লেগে যায়। এসময় পথচারী ও শ্রমিকের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ সড়কের উপর হাট-বাজার ও অটো রিক্সা পার্কিং করার ফলে সোনার পাড়া ও ভালুকিয়া সড়কে পথচারী ও যানবাহন শ্রমিকের মধ্যে দৈনিক কয়েকবার হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।  উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন মিয়া বলেন, যানজট নিয়ন্ত্রনের জন্য ট্রাফিক পুলিশ দিয়েও কাজ হচ্ছে না। সড়কের উপর অনিয়ন্ত্রিত হাট-বাজার স্থাপন করার কারণে এসব অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। 
জানা গেছে, কক্সবাজার-টেকনাফ ৭৯ কিলোমিটার সড়কের লিংরোড, পানের ছড়া, মরিচ্যা, কোটবাজার, উখিয়া সদর, কুতুপালং, বালুখালী পান বাজার, থাইংখালী, পালংখালী, টেকনাফের হোয়াইক্যং, মৌলভী বাজার, কানজর পাড়া, মধ্যম হ্নিলা, হ্নিলা, দমদমিয়া, বন্দর ও টেকনাফ সদর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা হাট-বাজার বসছে। টেকনাফের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানালেন, সড়কের উপর হাট-বাজার বসার কারণে ৩ঘন্টার পথ যেতে ৫ ঘন্টা সময় লাগে। বিলাস বহুল গাড়ী শাহ আমিন সার্ভিসের চালক ইয়াসিন আলী জানালেন, সড়কের উপর যত্রতত্র হাট-বাজার ও গাড়ী পার্কিংয়ের ফলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানী ও যানবাহন মালিকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যে কারণে এসড়কে উন্নতমানের যানবাহন সার্ভিসের গাড়ী গুলো আসতে চায়না। উখিয়া বাস মিনিবাস ও ট্রাক মালিক এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক নুরুল আমিন ভুট্টো বলেন, সড়কের উপর হাট বাজার বসিয়ে প্রভাবশালী ব্যক্তি বিশেষ লোকজন লাভবান হলেও এখানকার প্রায় ৫ লক্ষাধিক মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন