সেহরি ও ইফতারে লোডশেডিং নয়

ডেস্ক রিপোর্ট
সেহরি ও ইফতারের সময় লোডশেডিং নয়। প্রয়োজনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার বিকেলে সচিবালয়ে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত
করতে আয়োজিত আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে দিনের বেলা সর্বোচ্চ সাড়ে ৫ হাজার, সন্ধ্যাকালীন পিক আওয়ারে সাড়ে ৬ হাজার এবং সেহরির সময় ৬ হাজার ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। বর্তমানে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড রয়েছে ৬ হাজার ৪শ’ মেগাওয়াট। আর দেশে সর্বোচ্চ উৎপাদন (মেরামতে থাকার বিদ্যুৎ কেন্দ্রে ছাড়া) ক্ষমতা রয়েছে ৭ হাজার ৬৫৫ মেগাওয়াট।  এদিকে লোডশেডিং বন্ধ করতে বিদ্যুতে রেশনিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টিল রিরোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, বিদ্যুৎ চালিত পা¤প বিকেল ৫টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বন্ধ রাখা এবং রাস্তার বাতি এক সঙ্গে উভয় পার্শ্বে না জ্বালানো বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ স¤পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ স¤পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব, পিডিবির চেয়ারম্যান আব্দুল ওয়াহাব খান ও বিভিন্ন বিতরণ কো¤পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।