প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন ফাঁস, আট জেলার পরীক্ষা স্থগিত


নিজস্ব প্রতিবেদক: প্রশ্ন ফাঁসের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক নিয়োগের আট জেলার লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ফাঁসের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম নতুন বার্তা ডটকমকে এ তথ্য জানান । সচিব বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে আটটি জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই পরীক্ষা বাতিল করা হবে।
তদন্ত কমিটি শিগগিরই প্রতিবেদন দেবে বলে জানান তিনি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীতে সহকারী শিক্ষক নিয়োগে ৮ নভেম্বর সারা দেশের এক হাজার ৩৬২টি কেন্দ্রে লিখিত পরীক্ষা হয়। এতে নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন অংশ নেন।
ময়মনসিংহ জেলায় যে সেটের প্রশ্ন দেয়া হয়েছিল, তা ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই সেটে যেসব জেলায় পরীক্ষা নেয়া হয়েছে, সেগুলোর পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া পাবনা ও নওগাঁতেও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন