প্রথম আলোর কক্সবাজার প্রতিবেদক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

নিজস্ব প্রতিবেদক: দৈনিক প্রথম আলোর কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। বুধবার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৩ এ মামলাটি দায়ের করেন কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণী’র পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি এবং আমাদের সময় ডটকমের আঞ্চলিক প্রধান ফরিদুল মোস্তফা খান।মামলার বাদি পক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট একে আহমদ হোসেন, এডভোকেট তৌহিদুল আনোয়ার, এডভোকেট সালামত উল্লাহ রানা, এডভোকেট মোক্তার আহমদ, সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট খালেক নেওয়াজ ও এডভোকেট দেলোয়ারসহ ডজনখানেক আইনজীবী আদালতে উপস্থিত হয়ে বিজ্ঞ বিচারককে আসামী আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ফলে বিজ্ঞ বিচারক বাদির মামলাটি আমলে নিয়ে চাঁদাবাজ আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেকনাফ থানার ওসি’কে নির্দেশ দেন। মামলায় বাদি সাংবাদিক ফরিদুল মোস্তফা খান অভিযোগ করেন, আসামী আব্দুল কুদ্দুস একজন চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায়ী, চোরাকারবারি সিন্ডিকেটের গডফাদার, পর ধনলোভী, আত্মসাতকারী ও ঝগড়াটে শ্রেণীর লোক। গত ২৩ জানুয়ারি তার বিরুদ্ধে বাদির পেশাগত দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকায় ইয়াবা ব্যবসা থেকে ৫ লাখ টাকা মাসোহারা এবং একই দিন দৈনিক কক্সবাজারবাণী পত্রিকায় ইয়াবা ও অপরাধ সম্রাজ্যে এক আব্দুল কুদ্দুস রানা শীর্ষক দুটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে উক্ত আব্দুল কুদ্দুস ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকেলে মামলাটির বাদি ফরিদুল মোস্তফা খানের গতিরোধ করে ক্ষান্ত হননি, প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। শুধু তাই নয়, বাদি অভিযোগ করেছেন, এ সময় আব্দুল কুদ্দুস তাঁর কাছ থেকে দাবিকৃত চাঁদার টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ না করলে সাংবাদিক ফরিদুল মোস্তফা খানকে পরিবার-পরিজন নিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন