কক্সবাজারবাণীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জন্য সম্পাদকের হুশিয়ারী

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের সর্বাধিক পাঠক নন্দিত দৈনিক কক্সবাজারবাণী’র কণ্ঠরোধ ও প্রকাশনা বন্ধসহ সম্পাদকের জানমালের ব্যাপক ক্ষতি করতে মরিয়া হয়ে উঠেছে একটি দুষ্টচক্র। এজন্যই নিজেদের সৎ সাংবাদিক পরিচয় দিয়ে ওই অসাধু চক্রটি জোট বেধেছে। শুধু তাই নয়, তারা কক্সবাজারবাণী’র প্রকাশনা বন্ধ এমনকি পত্রিকাটির যেন কেউ বিক্রি না করেন সেজন্যও গতকাল এক সমাবেশ করেছেন।
এই অবস্থায় নিজের জানমালের নিরাপত্তাহীনতা ও দুষ্টচক্রের ধ্বংসাত্মক কর্মকান্ড থেকে বাঁচতে কক্সবাজারবাণী সম্পাদক তারুণ্যের অপ্রতিরোদ্ধ কণ্ঠ, বর্ষিয়ান সাংবাদিক নাঈমুল ইসলাম খান সম্পাদিত জনপ্রিয় অনলাইন আমাদের সময় ডটকম ও যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক এমপি’র মালিকানাধীন দৈনিক আমাদের অর্থনীতির আঞ্চলিক প্রধান ফরিদুল মোস্তফা খান কক্সবাজারের সচেতন পাঠক, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, হলুদ সাংবাদিক আব্দুল কুদ্দুস রানার পক্ষ অবলম্বন করে যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ছেন, তাদেরকে তিনি ক্ষমা করলেও মহান সৃষ্টিকর্তা এবং দেশের প্রচলিত আইন কোন দিনই ক্ষমা করবেন না। এজন্য তিনি প্রয়োজনে কক্সবাজারের সকল দুষ্টচক্রদের বিরুদ্ধে জাতীয় ভাবে ঢাকায় আন্দোলন, সমাবেশ, সাংবাদিক সম্মেলন ও হাইকোর্ট, সুপ্রিম কোর্টসহ সর্বস্তরে মোকাবেলা করার অঙ্গীকার করেছেন। কক্সবাজারবাণী সম্পাদক শত্রুদের উদ্দেশ্যে হুশিয়ারী দিয়ে বলেন, দৈনিক পত্রিকা বন্ধ, সার্কুলেশনে সমস্যা সহ যেসব অপকর্মে আপনারা লিপ্ত হয়ে পড়েছেন আল্লাহয়াস্তে তা বন্ধ করুন। অন্যথায় আমি উচ্চ আদালতের আশ্রয় নিলে ভদ্রতার আড়ালে আপনাদের ভেতর লুকায়িত শয়তানি চেহারা উম্মোচনতো করবোই, একই সাথে পরিবার-পরিজন নিয়ে আপনাদের মানবেতন জীবন-যাপন করতে হবে। শুধু তাই নয়, মনে রাখতে হবে কোন অসৎ শক্তি সত্য ও বস্তুনিষ্ঠতার সাথে কোন দিন কুলিয়ে উঠতে পারেনা। ইতিহাসের কাছ থেকে প্রাপ্ত পরম এই শিক্ষায় নিজেদের শিক্ষা নেওয়ার জন্য কক্সবাজারবাণী সম্পাদক আরো বলেন, যে হলুদ সাংবাদিক আব্দুল কুদ্দুস রানার পক্ষ অবলম্বন করে আপনার প্রতিপক্ষকে অপসাংবাদিক বলছেন, সেই আব্দুল কুদ্দুস রানা কিছুদিন আগেও কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, নুরুল ইসলাম হেলালী ও হাসানুর রশিদ সহ সামরিক-বেসামরিক অসংখ্য ভদ্রলোকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে কক্সবাজারের ইতিহাসে অপসাংবাদিকতার নজির স্থাপন করেছেন। শুধু নয়, এই আব্দুল কুদ্দুস রানাই নিজের পেশাগত শীর্ষ দৈনিকের প্রভাব বিস্তার করে অনেক সহজ-সরল সাধারণ মানুষের সুখ-শান্তি কেড়ে নিয়ে ক্ষান্ত হননি. সীমান্তের একটি শক্তিশালী ইয়াবা সিন্ডিকেটকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে মাসে লাখ লাখ টাকার অবৈধ উপার্জনের পাশাপাশি পুরো কক্সবাজার জেলায় নিজের আধিপত্য বিস্তার করে চলছে। তিনি যদি প্রকৃত সাংবাদিক হতেন, আমার মতো নিজের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতেন বলে ঘোষণা দিয়ে দৈনিক কক্সবাজারবাণী সম্পাদক আরো বলেন, প্রিয় সাংবাদিক সংগঠক ও ভাইয়েরা এখনো সময় আছে, ন্যায়ের পথে চলে আসুন। কারণ হলুদ সাংবাদিক আব্দুল কুদ্দুস রানার নগদ টাকায় আপনারা সাময়িক তুষ্ঠ হলেও ইহ ও পরকালে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন। এতে কোন সন্দেহ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন