তত্ত্বাবধায়ক পুনর্বহালের বিল আনা হলে সংসদে যাবে বিএনপি


Update: 29.12.2011
নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিল আনা হলে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেবে বিএনপি।
জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেছেন। চট্টগ্রাম রোডমার্চ বানচালের ষড়যন্ত্র ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জিয়া পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
বিরোধীদলীয় চিফ হুইপ রাষ্ট্রপতিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ২৫ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন আহ্বান করেছেন। আমরা সেখানে যেতে চাই। আপনি পরিবেশ সৃষ্টি করুন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিল সংসদে আনেন, আমরা অবশ্যই যাব। তবে আমাদের আশ্বস্ত করতে হবে, এই বিল উত্থাপন করা হবে।’
জয়নুল আবেদিন অভিযোগ করেন, রোডমার্চকে কেন্দ্র করে বৃহত্তম চট্টগ্রামের সব উপজেলা থেকে গড়ে ৫০ জন করে দলীয় নেতা-কর্মীকে আটক করা হচ্ছে। তিনি রাষ্ট্রপতিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সংলাপ আহ্বান করেছেন। কিন্তু সংলাপে ডাকার আগে বিএনপির ওপর হামলা-মামলা-নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়া আপনার কি উচিত ছিল না?’
চট্টগ্রামে রোডমার্চ বন্ধ করার চক্রান্ত চলছে—এমন অভিযোগ করে বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপিকে কোথাও মিছিল-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। দলীয় অফিসে বন্দী করে রাখা হচ্ছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন