ঈদগাঁওতে দু’অসহায় ব্যক্তির জায়গা দখলে নিতে মরিয়া চিহ্নিত ভূমিদস্যুরা

মোহাম্মদ মিজানুর রহমান আযাদ
সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম ভাদিতলা (হাসিনা পাড়া) এলাকার দু’ভূমিহীন মৌলভী এমদাদুল হক ও জামশেদ কামাল ১০ সেপ্টেম্বর ২০১১ ইংরেজী বর্ণিত ইউনিয়নের উত্তর মাইজ পাড়া গ্রামের মৃত আলমের পুত্র সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর চৌধুরী হিরুর দখলীয় জায়গা থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকার বিনিময়ে ৪০ শতক জায়গা ক্রয় করে বসবাস করে আসছে। এদিকে উক্ত জায়গা বনবিভাগের দাবী করে ১৯২৭ সনের (১৯৯০ সনে সংশোধিত) বন আইনে পর পর দু’টি মামলা দায়ের করে বর্ণিত এমদাদুল হক ও জামশেদ কামালের বিরুদ্ধে।
এদিকে এমদাদুল হক এ দু’মামলায় জেল কেটে পরে জামিনে বেরিয়ে আসে। সম্প্রতি উক্ত জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠে পার্শ্ববর্তী এলাকার চিহ্নিত ভূমিদস্যূরা। এদিকে অসহায় দু’ভূমিহীন সমিতির সদস্যরা ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে বাদী হয়ে একই এলাকার লাল মিয়ার পুত্র ইউছুপ নবী ও নুরুল কবির সহ কয়েকজন ব্যক্তিকে বিবাদী করে অভিযোগ দায়ের করে। অভিযোগে প্রকাশ চলতি মাসের ৩ মে বিকেলে তাদের ওই জায়গায় কাজ করতে গেলে বর্ণিত বিবাদীদের নেতৃত্বে বিভিন্ন অস্ত্রের মাধ্যমে কাজে বাঁধা প্রদান ও চাঁদা দাবী করে বলে। তাছাড়া বর্ণিত নুরুল কবির একাধিক মামলা নিয়ে জেল হাজতে যায়। কয়েক দিন যেতে না যেতেই জামিনে বেরিয়ে এসে আবারো তাদের কাজে বাঁধাদান সহ বিভিন্ন হুমকি ধমকি দিয়ে যাচ্ছে বলেও অসহায় দু’ব্যক্তি এমদাদ ও জামশেদ কামাল এ প্রতিবেদককে জানান। এ ছাড়া তাদের ক্রয়কৃত জায়গাতে সুষ্টভাবে বসবাস করতে অভিনব কায়দায় হুমকি দেয়া চিহ্নিত ভূমিদস্যূদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সুপার ও উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন জায়গার মালিক অসহায় দু’ব্যক্তি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন