উখিয়ার সবার প্রিয় স্যার নুরুল ইসলাম আর নেই ॥ জানাজায় হাজারো মানুষের ঢল

বার্তা পরিবেশক
নিয়তির নিয়মে সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঠিক তেমনি দুনিয়ার মায়া ত্যাগ করে পিতা-মাতা, ভাই-বোন, ছেলে-মেয়ে আত্মীয় স্বজন ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সকলেরই প্রিয়মুখ ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজী শিক্ষক মো: নুরুল ইসলাম।
২১ মে রাত ১০টা ৩০ মিনিটে রুমখাঁ বাজারপাড়া নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নাল্লিাহে----- রাজিউন)। এ প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ অসংখ্য শুভাকাঙ্খী উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মনি মার্কেট সংলগ্ন বাজারপাড়ার নিজ বাসভবনে তাকে এক নজর দেখতে ছুটে আসেন। রুমখাঁ বাজারপাড়ার বাসিন্দা করিম বক্স মিয়াজীর পুত্র বিশ্ব পরিবেশ ও মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার সভাপতি এবং দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিক উদ্দিন মাহমুদের চাচা শিক্ষক মো: নুরুল ইসলাম ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছাত্র জীবন শেষ করে তিনি ৩ এপ্রিল ১৯৯৩ইং সনে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। ১ বছর শিক্ষকতা জীবন পেরিয়ে দেশের বাড়ি উপজেলার ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ে ১ এপ্রিল ১৯৯৫ইং সনে সিনিয়র ইংরেজী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ দেড় যুগ শিক্ষকতার পর তিনি ২১ মে রাত ১০টা ৩০ মিনিটে ইহকাল ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে তিনি পরকালে গমণ করেন। তার এ মৃত্যু মেনে নেওয়া কষ্ট হলেও নিয়তির নিয়মে সবাইকে মেনে নিতে হল। এই বুঝি নিয়তির নির্মম খেলা ! অবশেষে ২২ মে সকাল ১১টা ৩০ মিনিটে রুমখাঁপালং আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত নামাজের জানাযায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন পেশাজীবির হাজার হাজার মানুষ অংশ নেয়। নামাজের জানাযার পূর্বেই শিক্ষক নুরুল ইসলামের শেষ চেহারাটি দেখার জন্য ছুটে আসা সাবেক হুইপ ও জেলার বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি বলেন, ¯্রষ্টার নিয়মে প্রত্যেক নর-নারীকে একদিক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নুরুল ইসলামের মত একজন আদর্শবান জাতিগড়ার কারিগরকে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনো পুরণ হওয়ার নয়।  তিনি ছিলেন ভদ্র, ন¤্র, শান্ত ও নৈতিক চরিত্রের অধিকারী একজন আদর্শবান শিক্ষক। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, রুমখাঁ আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছালেহ আহমদ, জেলা বিএনপির সদস্য খাইরুল আলম চৌধুরী, ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল মনসুর চৌধুরী, রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক আবুল ফজল, সিনিয়র আরবী প্রভাষক আব্দুল হক, হোয়াইক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোছন নুরী, ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, মরহুমের বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রশিদ আহমদ ডিলার, ডা: আবদুস সালাম, দৈনিক আমাদের কক্সবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক রফিক উদ্দিন মাহমুদ, মরহুমের বড় ছেলে মো: ইয়াছিন সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ। মরহুমের নামাজে জানাযায় ঈমামতি করেন রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্সার অধ্যক্ষ আবুল হাছান আলী। এদিকে মাস্টার নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ইনানীর সম্পাদকমন্ডলীর সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সম্পাদক ও প্রকাশক ইফতেখার উদ্দিন চৌধুরী, পরিচালনা সম্পাদক আবুল মনজুর সিকদারসহ সকল সাংবাদিক ও কর্মচারীবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মান মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন