কায়সার হামিদ মানিক: উখিয়ার বিভিন্ন হাট-বাজারে আবারও পিয়াজের দাম বেড়ে কেজি প্রতি ১শত টাকায় উন্নিত হয়েছে। হঠাৎ করে পিয়াজের দাম ৬০ টাকা থেকে ৪০ টাকা বেড়ে যাওয়ায় ক্রেতা সাধারণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, কুরবানির ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা অসদুপায় অবলম্বন করে টুপাইস হাতিয়ে নেওয়ার জন্য ইচ্ছে করে পিয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। গতকাল শুক্রবার উখিয়ার হাট-বাজার ঘুরে খুচরা ব্যবসায়ীদের সাথে আলাপ করে এসব তথ্য জানা যায়।
স্থানীয় পাইকারী ব্যবসায়ী সিরাজ সওদাগর জানান, আমদানীকৃত পিয়াজের চালান এখনও এসে না পৌছার অজুহাত দেখিয়ে চট্টগ্রামের আড়তদার ব্যবসায়ীরা কৃত্রিম সংকটের সৃষ্টি করে পিয়াজের দাম বাড়িয়ে নিচ্ছে বিধায় তাদেরকেও পরিবহন খরচ বাদ দিয়ে বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। একাধিক খুচরা ব্যবসায়ী অভিযোগ করে বলেন, স্থানীয় পাইকারী ব্যবসায়ীদের গুদাম তল্লাসি করলে থলের বেড়াল বেরিয়ে আসবে। ঐসব মূনাফা লোভী ব্যবসায়ীরা অতিরিক্ত ফাইদা লুটার জন্য দাম বাড়িয়ে নেওয়ার ফলশ্র“তিতে খুচরা বাজারে পিয়াজের দাম বেড়ে ১ শত টাকায় উন্নিত হয়েছে। এব্যাপারে আলাপ করে জানাতে চাওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, পিয়াজের মূল্য বৃদ্ধির বিষয় নিয়ে ব্যবসায়ীদের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন