ইব্রাহীম খলিল
কক্সবাজার রামুর ঈদগড়-ঈদগাঁও সড়কের পানেরছড়া ঢালায় গতকাল ১৭ জুন সকাল ৬ টায় সড়কে চলাচলকৃত একটি সিএনজি গাড়িতে দুধর্ষ ডাকতি সংঘঠিত হয়েছে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, কক্্সবাজার- থ-০০৬৫ সিএনজি গাড়িটি ঈদগড় থেকে ঈদগাঁও যাওয়ার পথে পানেরছড়া ঢালায় পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা ১০/১২ জনের স্বসস্ত্র ডাকাত দল হামলা চালিয়ে নগদ ৫০ হাজার টাকা, মোবাইল সেট সহ নানা প্রয়োজনীয় জিনিস পত্র লুটে নেয়। এসময় ডাকাত দলের ব্যাপক মারধরে আহত হয় বাইশারী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোকতার আহাম্মদ, ঈদগড় চরপাড়া এলাকার আবু আহাম্মদের পুত্র এজাহার মিয়া, সিএনজি ড্রাইভার নুরুল হাকিম, মাইজ পাড়া এলাকার মৃত মমতাজ আহাম্মদের পুত্র মোহাম্মদ সিরাজ। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য যে, সম্প্রতি উক্ত সড়কে ডাকাতি বৃদ্ধি পাচ্ছে। এতে জনসাধারণ নিয়মিত আতংকে রয়েছেন। তাই এলাকাবাসী ডাকাতি প্রতিরোধে পুলিশ প্রসাশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন