সরকার-বিরোধী দলে এক সুর, শিক্ষামন্ত্রীর সন্তোষ

ডেস্ক রিপোর্ট
সরকার ও বিরোধী দলীয় সাংসদেরা এক ইস্যুতে কথা বলায় সন্তোষ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বললেন, “আমি খুশি যে সবাই এক সুরে কথা বলছে। তার মানে, আমরা একসঙ্গে কাজ করতে পারি।”
তার এ বক্তব্যের সঙ্গে সঙ্গে সরকারি দলের সাংসদেরা টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ করেন। এ সময় বিরোধী দলের সাংসদেরও টেবিল চাপড়াতে দেখা যায়। মহাজোট সরকারের শেষ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন অধিবেশন শুরুর ১১ মিনিটের মাথায় বেলা ৫টা ৩৫ মিনিটে লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি দলীয় সাংসদ আবুল খায়ের ভুঁইয়ার বক্তব্যের রেশ ধরে এ ঘটনার অবতারণা হয়। এর আগে কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ একেএম মাইনুল ইসলামের এক প্রশ্ন দিয়ে শুরু হয় ৪ জুনের সংসদের কার্যক্রম। এরপর সরকারি দলের কজন সাংসদ শিক্ষামন্ত্রীকে স¤পূরক প্রশ› করেন। এরই ধারাবাহিকতায় স¤পূরক প্রশ্ন করতে ওঠেন খায়ের ভূঁইয়া। স¤পূরক প্রশ্নে সরকারি ও বিরোধী দলীয় সাংসদেরা শিক্ষা বিষয়ক নানা সমস্যার কথা তুলে ধরে সমাধান প্রত্যাশা করেন। এরই প্রেক্ষিতে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন