এম.রায়হান চৌধুরী
চকরিয়া চিংড়ি জোন খ্যাত চরণদ্বীপ এলাকায় সন্ত্রাসীর গুলিতে ১যুবক নিহত হয়েছে। গতকাল ১০জুন গভীর রাতে এঘটনা ঘটে। জানা যায় চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নস্থ চরণদ্বীপ মৌজার ১০একর
বিশিষ্ট চিংড়ি ঘেরে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড বুড়ি পুকুর এলাকার মৃত আলহাজ্ব তাজর মুল্লুক এর পুুত্র নুরুল আমিন (২৮) কর্মরত অবস্থায় সংঘবদ্ধ একদল সন্ত্রাসী অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে যায়। এ সময় ঘেরের অন্যান্য শ্রমিকরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত নুরুল আমিনের চাচাত ভাই সাবেক এম.ইউ.পি আহমদ কবির জানান একদল চিহিৃত সন্ত্রাসী পূর্ব শত্র“তার জেরদরে আমার ভাইয়ের উপর গুলি চালিয়েছে। অপরদিকে এ ঘটনায় চকরিয়া থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজারে মর্ূেগ পাঠানো হয়েছে, এবং সংগঠিত ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন