তাহেরা আক্তার মিলি
টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনছিপ্রাং মধ্যহ্নীলা মৎস্যচাষ উন্নয়ন সমবায় সমিতি লিঃ সুদীর্ঘ ৩৩ বছর পর তপশীল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
২৭ জুন কার্যকরী পরিষদের ৬টি পদে ৬জন প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি টেকনাফ উপজেলা সমবায় অফিসার মোঃ বখতেয়ার কামাল এর নিকট থেকে মনোনয়ন পত্র নিয়েছেন। এরা হলেন- সভাপতি পদে মাওঃ আব্দুস সাত্তার, সহ-সভাপতি পদে আবু ছিদ্দিক, সম্পাদক পদে আবুল বশর, সদস্য পদে ফরিদুল আলম, আবু তৈয়ুব ও আমির হামজা। ২০ জন নারী ও ৩৬ পুরুষসহ ৫৬ জন সদস্যের এ সমবায় সমিতির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের মধ্যে চলছে দীর্ঘ ৩৩ বছরের লালিত স্বপ্ন বাস্তবায়নের নির্বাচনী আমেজ- উৎসব। ১৯৭৯ সনের ৯ জুন নিবন্ধন (৬২১৮)পাওয়া এই সমবায় সমিতি গঠনের পর থেকে আর এভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে সম্ভাবনাময় এ সমবায় সমিতিতে ৩৩ বছর ধরে ঘটেনি ক্ষমতার পালাবদল। অবশেষে টেকনাফ উপজেলা সমবায় অফিসার মোঃ বখতেয়ার কামাল উদ্যোগ নিয়ে সহকারী সমবায় অফিসার মোঃ আবু তাহের ও অফিস সহকারী মনির আহমদের সমন্বয়ে সরজমিন সমিতিতে গিয়ে সদস্যদের সাথে সভা করে মতবিরোধ নিরসন পূর্বক নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করেন। ২৬ ও ২৭ জুন ছিল ৬ জন বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র সরবরাহের ঘোষিত তপশীল মতে নির্ধারিত দিন । কিন্তু শেষ সময় পর্যন্ত উল্লেখিত ৬ জন ব্যতিত ৬টি পদে অন্য কেউ মনোনয়ন পত্র নেয়নি বলে ২৭ জুন বিকালে নিশ্চিত করেছেন এডহক কমিটির সভাপতি ও সহকারী সমবায় অফিসার মোঃ আবু তাহের । ঘোষিত তপশীলমতে ৩০ জুন মনোনয়ন পত্র দাখিল ও ২০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।