মিডিয়া কাপ ফুটবলে কক্সবাজারবাণীর চমকপ্রদ জয় ইনানী পরাজিত


এমআর মাহবুব (ক্রিড়া প্রতিবেদক)
দু'পড়শীর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে জিতেছে দৈনিক কক্সবাজারবাণী ফুটবল একাদশ। ১৯ জানুয়ারি কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে দৈনিক কক্সবাজারবাণী ১-০ গোলে ইনানীকে হারিয়ে দিয়েছে। কক্সবাজারবাণীর জয়ের নায়ক স্ট্রাইকার এহসানুল হক। ম্যাচ শেষ হওয়ার মাত্র ২ মিনিট আগে কক্সবাজারবাণীর একটি পরিকল্পিত আক্রমন থেকে এহসান জয়সূচক গোলটি করেন। এ জয় কুঁড়িয়ে কক্সবাজারবাণী পৌঁছে গেছে কাঙ্খিত কোয়ার্টার ফাইনালে। আগামিকাল ২১ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে কক্সবাজারবাণীর প্রতিপক্ষ শিরোপা প্রত্যাশী দৈনিক হিমছড়ি। এদিকে দৈনিক কক্সবাজারবাণী এবং দৈনিক ইনানী কক্সবাজার স্টেডিয়ামে ঢুকার সাথে সাথে সত্যিকার ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়ে। খেলোয়াড় আসল-নকল নিয়ে দু'দলে খেলোয়াড় কর্মকর্তারা ম্যাচ শুরুর আগেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে।
শেষ পর্যন্ত টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু ও ডিএসএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিনের হস্তক্ষেপে ম্যাচ শুরু হয়। কিন্তু রেফারীর বাঁশির সাথে সাথে কাগজে-কলমে আন্ডারডগ কক্সবাজারবাণী সবাইকে অবাক করে দিয়ে ইনানীর ডি-বক্সে আক্রমণের ঢেউ তুলে। এর আগে কক্সবাজারবাণী সম্পাদক ফরিদুল মোস্তফা খান ও প্রধান সম্পাদক আতাহার ইকবালের নেতৃত্বে টিমের খেলোয়াড়রা নজর কাড়েন স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের। এক পর্যায়ে খেলা শুরু করলেই ইনানী পাল্টা আক্রমণ চালায়। দু'দলের উপভোগ্য প্রথমার্ধ ০-০ ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে দু'দলই রিজার্ভ বেঞ্চ নামিয়ে শক্তি সঞ্চয় করে। এতে হিতে বিপরীত হয় ইনানীর বদলী ডিফেন্ডার আজিজের শূন্যতা পূরণ হয়নি ইনানীতে। ফলে কঙ্বাজারবাণী একের পর এক আক্রমণ চালিয়ে সফল হয় ম্যাচের অন্তিমক্ষণে। এসময় একটি পরিকল্পিত আক্রমণ থেকে স্ট্রাইকার এহসান প্লেসিং শটে ইনানীর সর্বনাশ ঘটানো গোলটি করেন। এ পরাজয়ে ইনানী টুর্নামেন্ট থেকে প্রথম পর্বেই ছিটকে পড়েছে।
দু'দলের খেলোয়াড় তালিকা :
দৈনিক কক্সবাজারবাণী- আবু ছিদ্দিক (অধিনায়ক), নুরুল আমিন ছিদ্দিক, নুরুল আমিন হেলালী, জাহাঙ্গীর আলম, কাইছার পারভেজ, এহসানুল হক, বিকাশ দে, আমির হোসেন, আবু নাছের, ইদ্রিস, কুতুব উদ্দিন, আবদুল করিম, আমিনুল ইসলাম, জুয়েল চৌধুরী, রম্নবেল, এরশাদ, হেলাল উদ্দিন, শাহাব উদ্দিন।
দৈনিক ইনানী- সরওয়ার জাহান চৌধুরী, সেলিম কাইছার, মঞ্জুর সিকদার, এসএম আনোয়ার (অধিনায়ক), আবদুল আজিজ, লুৎফুর রহমান, মহসিন শেখ, শহীদ, নেছার, রুবেল, পিন্টু দত্ত, মমতাজ আহমদ বাবুল, শফিউল, খালেদ হোসেন টাপু, রাশেদ, বেলাল।
রেফারি- আবদুল হামিদ
সহকারি- মাসুম, আবু সুফিয়ান, মিল্টন দত্ত।
আজকের খেলা- দৈনিক দৈনন্দিন বনাম রূপসীগ্রাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন