ফরিদুল মোস্ত্মফা খান, কক্সবাজার, ১৩ জানুয়ারি ২০১১
বিপিএলের অফিসিয়াল লোগো উন্মোচন, দল নিলাম আর অফিসিয়াল সংবাদ সম্মেলনের পর গতকাল সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় জমকালো কিকঅফ নাইট। ভারতের শ্রেয়া ঘোষাল আর জেমসের কণ্ঠে মাতোয়ারা কক্সবাজারের লাখো দর্শক।
সমুদ্র সৈকতের আকাশ আতসবাজির রঙিন আলোতে বিপিএলের আগমনি বার্তাই যেন ঘোষিত হল। ৯ ফেব্রম্নয়ারি থেকে ২৯ ফেব্রম্নয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিএলের অনুকরণে বিপিএলের প্রথমআসর।
টি২০ ফর্মেটে বিপিএল বাংলাদেশে প্রথম বার আয়োজিতহতে চলেছে। আর এ জন্যেই বিপিএলের কমিটির চাইছে প্রথম বারের আসরটিকে স্মরণীয় করে রাখতে। সে লক্ষেই আয়োজক স্বত্ব কিনে নেয়া গেমঅন ওপার থেকে শিল্পী এনেছে কিকঅফ নাইট আয়োজন করতে।
ক্রিকেটের জাগরণ নতুন করে এদেশে তৈরি করতেই গতকাল সন্ধ্যায় সাগর পাড়ে অনুষ্ঠিত হয় 'বিপিএল টি২০ বিচ কনসার্ট'। সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে তৈরি করা হয় বিশাল মঞ্চ। সেই মঞ্চে একে একে গান পরিবেশন করেন ভারতের জনপ্রিয় শিল্পী বাংলাদেশের বেন্ড তারকা জেমস, শ্রেয়া ঘোষাল, অমিত পাল, নির্বাচিতা, ইমরান, নিশীতা, রিঙ্কুসহ এপার-ওপারের অনেক শিল্পী।
দেশী-বিদেশী অতিথি শিল্পীদের উপস্থিতিতে বিপিএলের কিকঅফ নাইট অনুষ্ঠিত হয়। কনসার্টের গান শুনতে দর্শক সীগালে তৈরি মঞ্চের সামনে সারিতে উপস্থিত ছিলেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু, সদস্য সচিব সিরাজউদ্দিন মো. আলমগীরসহ কাউন্সিলের অন্য সদস্যরা। আর বিসিবি প্রায় অধিকাংশ পরিচালক, কর্মকর্তা আর কর্মচারী কনসার্ট উপভোগ করতে একদিন আগেই কক্সবাজারে উপস্থিত হয়েছিলেন। তবে বিসিবি সভাপতি কনসার্টে যাননি।
এছাড়া কিকঅফ নাইটে কনসার্ট উপভোগ করতে জেলা প্রশাসক জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈকতে হাজার হাজার পর্যটক ও স্থানীয়রা উপভোগ করে ভারতীয় ও বাংলাদেশী প্রিয় শিল্পীদের গান।
এই কনর্সাট উপলক্ষে কক্সবাজার প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিপিএলের প্রচারের স্বার্থে কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নানা রংয়ের ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়।
বিপিএলের অফিসিয়াল লোগো উন্মোচন, দল নিলাম আর অফিসিয়াল সংবাদ সম্মেলনের পর গতকাল সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় জমকালো কিকঅফ নাইট। ভারতের শ্রেয়া ঘোষাল আর জেমসের কণ্ঠে মাতোয়ারা কক্সবাজারের লাখো দর্শক।
সমুদ্র সৈকতের আকাশ আতসবাজির রঙিন আলোতে বিপিএলের আগমনি বার্তাই যেন ঘোষিত হল। ৯ ফেব্রম্নয়ারি থেকে ২৯ ফেব্রম্নয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিএলের অনুকরণে বিপিএলের প্রথমআসর।
টি২০ ফর্মেটে বিপিএল বাংলাদেশে প্রথম বার আয়োজিতহতে চলেছে। আর এ জন্যেই বিপিএলের কমিটির চাইছে প্রথম বারের আসরটিকে স্মরণীয় করে রাখতে। সে লক্ষেই আয়োজক স্বত্ব কিনে নেয়া গেমঅন ওপার থেকে শিল্পী এনেছে কিকঅফ নাইট আয়োজন করতে।
ক্রিকেটের জাগরণ নতুন করে এদেশে তৈরি করতেই গতকাল সন্ধ্যায় সাগর পাড়ে অনুষ্ঠিত হয় 'বিপিএল টি২০ বিচ কনসার্ট'। সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে তৈরি করা হয় বিশাল মঞ্চ। সেই মঞ্চে একে একে গান পরিবেশন করেন ভারতের জনপ্রিয় শিল্পী বাংলাদেশের বেন্ড তারকা জেমস, শ্রেয়া ঘোষাল, অমিত পাল, নির্বাচিতা, ইমরান, নিশীতা, রিঙ্কুসহ এপার-ওপারের অনেক শিল্পী।
দেশী-বিদেশী অতিথি শিল্পীদের উপস্থিতিতে বিপিএলের কিকঅফ নাইট অনুষ্ঠিত হয়। কনসার্টের গান শুনতে দর্শক সীগালে তৈরি মঞ্চের সামনে সারিতে উপস্থিত ছিলেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু, সদস্য সচিব সিরাজউদ্দিন মো. আলমগীরসহ কাউন্সিলের অন্য সদস্যরা। আর বিসিবি প্রায় অধিকাংশ পরিচালক, কর্মকর্তা আর কর্মচারী কনসার্ট উপভোগ করতে একদিন আগেই কক্সবাজারে উপস্থিত হয়েছিলেন। তবে বিসিবি সভাপতি কনসার্টে যাননি।
এছাড়া কিকঅফ নাইটে কনসার্ট উপভোগ করতে জেলা প্রশাসক জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈকতে হাজার হাজার পর্যটক ও স্থানীয়রা উপভোগ করে ভারতীয় ও বাংলাদেশী প্রিয় শিল্পীদের গান।
এই কনর্সাট উপলক্ষে কক্সবাজার প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিপিএলের প্রচারের স্বার্থে কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নানা রংয়ের ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন