মোঃ আশেক উল্লাহ ফারুকী
টেকনাফে অপহরনের ২০দিন পর মোঃ আলী হোসেন (২৬) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। সে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের মৃত তৈয়ুম গোলালের ছেলে।
১ জুলাই সোমবার সন্ধায় সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। গত ১১ জুন অপহরনকারীরা তাকে নিজ বাড়ী থেকে ডেকে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে আসছিল বলে জানান তার মা বিরাজা খাতুন। টেকনাফ থানার এসআই আব্দুল আওয়াল জানান, অপহৃত আলী হোসেনের মা বিরাজা খাতুনের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে জাদিমুড়া গ্রাম থেকে অপহরনের সাথে জড়িত আব্দু শুক্কুরকে আটক করে পুলিশ। পরে তার সূত্র ধরে সন্ধায় আলী হোসেনকে উদ্ধার করা হয়। এব্যাপারে অন্যান্য জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে উক্ত কর্মকর্তা।