টেকনাফে নাসাকা অপহৃত জেলেকে ফেরৎ দেয়নি

টেকনাফ প্রতিনিধি
নাফনদীতে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মিয়ানমারের জেলে কতৃক নৌকাসহ ১ বাংলাদেশী জেলেকে অপহরনের ৬০ঘন্টার মধ্যে বিজিবির পক্ষ থেকে ৩টি পত্র প্রেরণ করা হলেও নাসাকা বাহিনী কোন সাড়া না দেওয়ায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিজিবি সূত্র জানায়- গত ১জুন সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ বাংলাদেশ-মিয়ানমার আর্ন্তজাতিক সীমান্ত নাফনদীতে মাছ শিকারের জন্য বাংলাদেশী ২জেলে বড়শি ফেলে। অপরদিকে মিয়ানমারের জেলেরা কারেন্ট জাল ভাসিয়ে দেয়। জাল ভাসতে ভাসতে বড়শির সঙ্গে জাল আটকে গেলে দু‘দেশের জেলেদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে মিয়ানমারের জেলেরা হ্নীলা ইউনিয়নের গোদাম পাড়া এলাকার মৃত শামসুল আলমের পুত্র মোঃ ইসমাঈল (২৬) নামে একজন জেলেকে কাঠের নৌকাসহ অপহরণ করে নিয়ে গিয়েছিল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন