চীনে গেলেন ড. খন্দকার মোশাররফ

ডেস্ক রিপোর্ট
চায়নিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ (সিপিএএফএফসি) এর আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন গেছেন বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার বিকালে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানে তিনি চীনে গেছেন বলে জানিয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রেস সচিব শাহ আক্তারুজ্জামান।
খন্দকার মোশাররফ মৈত্রী সমিতির একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ প্রতিনিধি দলে সমিতির সাধারণ স¤পাদক ও এফবিসিসিআই’র পরিচালক মো. জালাল উদ্দিনও রয়েছেন। কুনমিং আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত এ সম্মেলন চলবে। এটি তৃতীয় চীন ও দক্ষিন-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ফোরামের সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে খন্দকার মোশাররফ মূল প্রবন্ধ পাঠ করবেন। কুনমিং অবস্থানকালে চীন এবং ইউনান প্রদেশের নেতাদের সঙ্গে দুই দেশের বিষয়ে মতবিনিময় করবেন খন্দকার মোশাররফ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন