প্রেস বিজ্ঞপ্তি
মহেশখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের জরুরী আলোচনা সভা আগামী বৃহস্পতিবার মহেশখালী উপজেলাস্থ আয়েশা ছিদ্দিকা বালিকা মাদ্রাসা সংলগ্ন প্রেসক্লাব অফিসে অনুষ্ঠিত হবে।
উক্ত দিন সকাল ১০ ঘটিকায় যথাসময়ে সকল সাংবাদিকবৃন্দের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মহেশখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ যথাক্রমে- সভাপতি ফরিদুল আলম দেওয়ান (দৈনিক আজাদী), সাধারণ সম্পাদক আমিনুল হক (বাংলাদেশ বেতার), প্রেস ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য জয়নাল আবেদীন (ইনকিলাব), সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল হক সিরাজ (দৈনিক বাংলার গৌরব, রুপসীগ্রাম), স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান (দৈনিক হিমছড়ি), রিয়াজ মোর্শেদ (দৈনিক সমুদ্র কন্ঠের ব্যবস্থাপক), সহ-সভাপতি-শাহাব উদ্দিন শান্ত (আজকের সূর্যোদয়), যুগ্ম সম্পাদক-স,ম, ইকবাল বাহার চৌধুরী (দৈনিক আমাদের সময়), সহ-সম্পাদক-জিকির উল্লাহ জিকু (দৈনিক ইনানী), সাংগঠনিক সম্পাদক-শহীদূল ইসলাম কাজল (দৈনিক সবুজ দেশ), সহ-সাংগঠনিক সম্পাদক- ছৈয়দ মোস্তফা আলী (দৈনিক কক্সবাজার বাণী), অর্থ সম্পাদক- এম.রমজান আলী (দৈনিক আপন কণ্ঠ প্রতিনিধি), প্রচার ও দপ্তর সম্পাদক- সরওয়ার কামাল (দৈনিক আপন কন্ঠ সংবাদদাতা), সদস্য যথাক্রমে- সরওয়ার উদ্দিন মহেশখালী ব্যবস্থাপক (দৈনিক আলোকিত) ও মানবাধিকার কর্মী, নুরুল আকতার (দৈনিক আজকের সংবাদ), নুরুল কাদের (দিগন্ত ধারা), সহ-অর্থ সম্পাদক- হারুনর রশিদ (দৈনিক সবুজ দেশ, নিউজ কক্স বাংলা ডট কম), শাহেদ খান এম.এ (সাপ্তাহিত নিয়োগ জেলা সংবাদ দাতা), মৌলভী শামসুল আলম জেহাদী (দৈনিক বাংলার গৌরব সাংবাদদাতা), মৌঃ ইউনুছ (মাসিক নহর), মোঃ তারেক আজিজ (দৈনিক আলোকিত) প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন