বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পূর্ণিমার বড় বোন দিলরুবা হানিফ সম্প্রতি ঈদের জন্য নির্মিত একটি টেলিছবিতে অভিনয় করলেন। ফিরোজ শাহীর রচনায় ও মোক্তাদীর ইবনে সালামের পরিচালনায় এ টেলিছবিটির নাম ‘অনেক শিখা পুড়ে এমন প্রদীপ জ্বলে’।
এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ইডিয়টস’ ধারাবাহিকে একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন দিলরুবা। তবে মূলত তিনি একজন ফ্যাশান ডিজাইনার। অনেকটা শখের বসেই অভিনয় করেন। এ বিষয়ে দিলরুবা বলেন, ‘আমি অনেক আগে অভিনয় করতাম। এখন ফ্যাশন ডিজাইনিং-এ পুরো সময় পার করছি। তবুও একজনের অনুরোধে টেলিছবিতে কাজটি করা। এখানে আমাকে একজন জনপ্রিয় নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটা নাচ-গানের দৃশ্যও দেখানো হয়েছে। আশা করি, টেলিছবিটি সবার পছন্দ হবে।’
এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ইডিয়টস’ ধারাবাহিকে একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন দিলরুবা। তবে মূলত তিনি একজন ফ্যাশান ডিজাইনার। অনেকটা শখের বসেই অভিনয় করেন। এ বিষয়ে দিলরুবা বলেন, ‘আমি অনেক আগে অভিনয় করতাম। এখন ফ্যাশন ডিজাইনিং-এ পুরো সময় পার করছি। তবুও একজনের অনুরোধে টেলিছবিতে কাজটি করা। এখানে আমাকে একজন জনপ্রিয় নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটা নাচ-গানের দৃশ্যও দেখানো হয়েছে। আশা করি, টেলিছবিটি সবার পছন্দ হবে।’
মূলত কক্সবাজারে বেড়াতে যাওয়া বিভিন্ন মানুষের কয়েকটি আলাদা মজার গল্প এই টেলিছবিতে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক। গত সপ্তাহে এ টেলিছবিটির শুটিং শেষ হয়েছে। এতে আরো অভিনয় করেছেন- মীর সাব্বির, লিটু আনাম, ফারজানা ছবি, আব্দুল আজিজ, টেলিসামাদ, সিদ্দিকুর রহমান প্রমূখ। আসছে ঈদের দিন এটিএনবাংলায় বিকেল ৩টা ৫ মিনিটে এ টেলিছবিটি প্রচার হবে বলে জানা গেছে।