চকরিয়ায় দুটি মাহিন্দ্রের মুখোমুখী সংঘর্ষে শিশু ও দুই জন নিহত, আহত ১০

এস.এম হান্নান শাহ
কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক  শিশুসহ দুই জন নিহত হযেছে। এসময় শিশুসহ আহত হয় ১০জন। গুরুতর আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১০ টার দিকে চকরিয়া-মহেশখালী সংযোগ সড়কের চকরিয়ার সাহারবিল মাইজঘোনা এলাকায় দুটি মাহিন্দ্রের মুখোমুখী সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনায় পতিত মাহিন্দ্র ২টি পুলিশ জব্দ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চকরিয়ার চিরিঙ্গা ষ্টেশন থেকে যাত্রী নিয়ে একটি মাহিন্দ্র মহেশখালী যাচ্ছিল। পথিমধ্যে মাইজঘোনা  এলাকায় পৌছলে বিপরিত মুখি অপর একটি যাত্রীবাহী মাহিন্দ্রের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যায় মহেশখালীর শাপলাপুর জেটিঘাট জানিছ ছড়ী এলাকার বাসিন্দা মৃত আকতার মিয়ার পুত্র পান ব্যবসায়ী আবদুল গফুর (৪৫)। তিনি চট্রগ্রাম থেকে চকরিয়া থানার চৌরাস্তার মাথায় এসে মাহিন্দ্র করে মহেশখালী যাচ্ছিল। গুরুতর আহত বদরখালী ১নং ব্লকের সদরুল আমিনের ৩বছর বয়সী শিশু পুত্র মো: তাসিফকে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষানা করেন।
এ দুর্ঘনায় গুরুতর আহত চকরিয়ার দক্ষিণ কাকারার জহির উদ্দিনের শিশু কন্যা শুভা মনি (৭), মহেশখালীর মাতারবাড়ি এলাকার রফিক আহমদের পুত্র নুর মোহাম্মদ (৩০), একই এলাকার আবদুর রশিদের পুত্র জনু (৩২) ও কুতুবদিয়া বড়ঘোপ এলাকার মহেশচন্দ্র দাশের পুত্র দুলাল দাশ (৫৫) কে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৎমধ্যে জখম গুরুতর হওয়ায় নুর মোহাম্মদকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। চকরিয়া থানার ওসি রনজিত বড়–য়া জানান, দূঘর্টনায় পতিত মাহিন্দ্র দুটি জব্দ করা হয়েছে। শিশুর লাশ হাসপাতাল থেকে  নিয়ে গেছে তার আত্বীয়রা। পান ব্যবসায়ীর লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।