উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যানের বাড়িতে সন্ত্রাসীদের ককটেল ও গুলি বর্ষণ

এম বশর চৌধুরী
কক্সবাজারের উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক চৌধুরীর বাড়িতে গতকাল ৮ জুলাই (সোমবার) ভোরে পরিকল্পিতভাবে একদল সশস্ত্র সন্ত্রাসী ককটেল ও গুলি বর্ষণ করার খবর পাওয়া গেছে।
পূর্ব শত্র“তার জের ধরে সন্ত্রাসীরা সাবেক চেয়ারম্যান ও তার পরিবারের লোকজনদের হত্যা করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে বলে আশংকা করছেন পরিবারের লোকজন। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সন্ত্রাসীদের গুলি বষর্ণ, দরজা, জানালা ভাংচুরের ঘটনা ঘটেছে। এব্যাপারে তার ছেলে চ্যানেল টুয়ান্টিফোর এর কক্সবাজার জেলা প্রতিনিধি ইমরুল কায়েস চৌধুরী বাদী হয়ে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চ্যানেল ২৪ এর কক্সবাজার জেলা প্রতিনিধি ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন, মাইক্রোবাস আরোহি একদল সশস্ত্র সন্ত্রাসী উখিয়া উপজেলার রুমখা চৌধুরী পাড়াস্থ তাদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা গুলি বর্ষণ ও ককটেল বিষ্ফোরণ করে আতংক সৃষ্টি করে। এর পর বাড়ির দরজা, জানালা ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করে। গুলি বর্ষণের শব্দ শুনে এলাকাবাসি এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি জানান, তার পিতা মাহমুদুল হক চৌধুরী, চাচা হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টুর সাথে পূর্ব বিরোধের জের ধরে একটি সন্ত্রাসী চক্র হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে উখিয়া থানা ও কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরীও করা হয়েছে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার উখিয়া সাকের্ল, র‌্যাবের একটি দল ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। গত ৬ মাস পূর্বে একই ভাবে রতœাপালং ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরীর বাড়ীতেও একদল সন্ত্রাসী হামলা চালিয়েছিল। একের পর এক রাজনৈতিক নেতাদের বাড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বর্তমান সরকারের শেষ সময়ে অস্ত্রধারীদের আনা গোনা উদ্ধেগ জনকহারে বেড়ে গেছে। সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা চরম হুমকির সম্মুখিন হচ্ছে।