সদর প্রতিনিধি
মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরাতন ডুলাফকির রাস্তার মাথা সংলগ্ন অংশে ৮ জুলাই সোমবার দুপুরে গাড়ি চাপায় গুরুতর আহত ৫ মাস বয়সি শিশু কন্যা মরিয়ম
চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যু বরণ করেছে। নিহত শিশুটি ইউনিয়নের পূর্ব নাপিতখালী গ্রামের জসিম উদ্দিনের একমাত্র সন্তান। নিহতের আত্মীয় মোজাম্মেল জানান, ঘটনার দিন নিহত শিশু ও তার অপর খালাত ভাই ঈসমাইল (১৬) কে নিয়ে শিশুর মা ইয়াছমিন আকতার বাপের বাড়িতে বেড়াতে যেতে সড়কের পশ্চিম পাশে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিল। এ সময় হঠাৎ চট্টগ্রামমুখি বেপরোয়া গতিতে আসা প্রাইভেট নোহা (১১-০৬০৬ অসম্পূর্ণ নং) গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে শিশু কন্যা ও ঈসমাইল গুরুতর আহত হয়। পথচারীরা গাড়িটি জব্দ করে আহতদের উদ্ধার পূর্বক মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটির অবস্থা বেগতিক দেখে চমেক হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর পর পেছন দিক থেকে আসা র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার ভাংচুর থেকে গাড়িটিকে রক্ষা করে। পরে সংবাদ পেয়ে ঈদগাঁও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জানতে পারে গাড়িটি বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। এতে পুলিশ গাড়িটিকে ফুলছড়ি রেঞ্জকর্মকর্তার জিম্মায় দেয়। নিহত শিশুর লাশ গতকাল সকাল ১০টায় জানাযা শেষে দাফন করা হয়েছে। একমাত্র শিশু কন্যাটির মর্মান্তিক মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের ও রেঞ্জকর্মকর্তা ঘটনাটি মিমাংসার চেষ্টা করছে বলে জানিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন