তথ্য-প্রযুক্তি ডেস্ক: রোজার শুরু থেকেই ঈদের আমেজে বর্ণিল হয়ে উঠেছে প্রযুক্তিবাজার। পোশাকের বাজারের পাশাপাশি ঈদ শপিংয়ে যুক্ত হয়েছে নানান গেজেটস। মর্তোলোক ছাপিয়ে বিকি-কিনির এই পসরা বসেছে ভার্চুয়াল দুনিয়ায়ও। ব্যস্ততা আর যানজটে নাকাল না হয়ে ঘরে বসেই আগে ভাগে ঈদের কেনাকাটায়
ব্যস্ত হয়ে উঠেন নগরবাসী। ইন্টারনেট প্রযুক্তির ছোঁয়ায় ঈদের বাজার তাই এখন পৌঁছে গেছে ঘরে ঘরে। ক্রেতা টানতে সেখানেও চলেছে নানা অফার। ঈদকে সামনে রেখেই দেশের প্রথমবারের মতো অবমুক্ত করা হয়েছে সুদমুক্ত সুবিধার ক্রেডিট কার্ড। বিক্রি বেড়ে একটু বড় আকারের অনেক মুদি দোকানেও ব্যবহার করা হচ্ছে জাল টাকা সনাক্তের মেশিন এবং টাকা গণনা যন্ত্র। পণ্যের বিক্রি বাড়াতে আশ্রয় নেয়া হচ্ছে নানা প্রযুক্তি মাধ্যমের। এক্ষেত্রে ই-বাণিজ্য পোর্টাল, ফেসবুক ছাড়াও সেলফোনে খুদে বার্তা, ই-মেইলে নানান অফার পাঠানোর দিকে ঝুঁকেছেন ব্যবসায়ীরা। ঈদের শুভেচ্ছা জানাতে খুদে বার্তার চেয়ে সেলফোন থেকেই ‘ই-কার্ড’ পাঠাচ্ছেন তরুণ-তরুণীরা।
ব্যস্ত হয়ে উঠেন নগরবাসী। ইন্টারনেট প্রযুক্তির ছোঁয়ায় ঈদের বাজার তাই এখন পৌঁছে গেছে ঘরে ঘরে। ক্রেতা টানতে সেখানেও চলেছে নানা অফার। ঈদকে সামনে রেখেই দেশের প্রথমবারের মতো অবমুক্ত করা হয়েছে সুদমুক্ত সুবিধার ক্রেডিট কার্ড। বিক্রি বেড়ে একটু বড় আকারের অনেক মুদি দোকানেও ব্যবহার করা হচ্ছে জাল টাকা সনাক্তের মেশিন এবং টাকা গণনা যন্ত্র। পণ্যের বিক্রি বাড়াতে আশ্রয় নেয়া হচ্ছে নানা প্রযুক্তি মাধ্যমের। এক্ষেত্রে ই-বাণিজ্য পোর্টাল, ফেসবুক ছাড়াও সেলফোনে খুদে বার্তা, ই-মেইলে নানান অফার পাঠানোর দিকে ঝুঁকেছেন ব্যবসায়ীরা। ঈদের শুভেচ্ছা জানাতে খুদে বার্তার চেয়ে সেলফোন থেকেই ‘ই-কার্ড’ পাঠাচ্ছেন তরুণ-তরুণীরা।
ঈদে ইসলামী ক্রেডিট কার্ড
ঈদকে সামনে রেখে গত ২৫ জুলাই থেকে সুদমুক্ত ও শরিয়াসম্মতভাবে ব্যাংকিং ব্যবস্থাপনায় প্লাস্টিক মানি সেবা নিশ্চিত করতে দেশে প্রথম ইসলামী ক্রেডিট কার্ড সেবা চালু করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্রাইম ইসলামী ক্রেডিট কার্ড ব্যবহার করে বিশ্বের দুই কোটি বিপণিবিতান থেকে কেনাকাটা করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু।
তিনি বলেন, এই কার্ড ব্যবহার করে আন্তর্জাতিক পরিমণ্ডল ছাড়াও দেশের ১০ হাজার বিপণিবিতান থেকে বিভিন্ন ধরনের পণ্য কেনা যাবে। তিনি জানান, বিশ্বের ১০ লাখ এটিএম বুথেও এই কার্ড ব্যবহার করা যাবে। আর এই কার্ডে কোনো লুকায়িত মাশুলও (হিডেন চার্জ)নেই।
ঈদ শপিংয়ে আইটি গেজেটস
ঈদে প্রিয়জনকে উপহার দেয়া আমাদের ঐতিহ্য। এখন লাইফস্টাইলের সঙ্গে মানানসই প্রযুক্তিপণ্যই উপহার হিসেবে বেশি দেওয়া হচ্ছে। এর মধ্যে সেলফোন, ল্যাপটপ যেমন আছে তেমনি আছে বাহারি আইটি গেজেটস। ছেলেকে নিয়ে বসুন্ধরা সিটি শপিংমলে এসেছিলেন গুলশানের পারমিতা ফারহিন নাতাশা। ‘ঈদ এলেই প্রথম দশ রোজার মধ্যেই প্রতিবছর ছেলেকে কিছু না কিছু কিনে দিই,এবার ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ জানালেন তিনি। তার পাশেই মেয়েকে নিয়ে শপিংয়ে আসা ধানমন্ডির নওশাদ ইসলাম। তিনি জানালেন, ঈদে মেয়েকে এবার একটা হোম থিয়েটার কিনে দিতেই মার্কেটে আসা।
অন্যদিকে ঈদের দিন যতই এগিয়ে আসে রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতেও বাড়ে প্রযুক্তিপ্রেমীদের ভিড়। এখানকার ব্যবসায়ীরা জানান,ঈদের মধ্যে দেশের মানুষের কেনাকাটা এখন আর জুতা-কাপড়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। মানুষের ঈদ কেনাকাটায় এখন জায়গা করে নিয়েছে বিভিন্ন প্রযুক্তি পণ্য। তাই রোজা যতই শেষ হয়ে আসে ততই প্রযুক্তি পণ্যের ক্রেতা সমাগম বাড়ে। প্রথমদিকে ক্রেতারা শুধু দেখতে এলেও শেষ দিকে বিক্রির হার বাড়ে।
বাসাবো থেকে ছেলে নাজিবকে নিয়ে একটি স্মার্ট ফোন কিনতে এসেছিলেন শাহীন হাসনাত। তিনি জানান,‘আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবার ঈদে ছেলেকে একটি ডিজিটাল ডিভাইস গিফট করবো। সময়ের সঙ্গে ওকে আপ টু ডেট রাখতেই শিক্ষাভিত্তিক অ্যাপস ব্যবহার উপযোগী ফোন কিনে দিতে চাই।’
অনলাইনে ঈদের বাজার
নিজের বা পরিবারের কারো কেনাকাটা যা-ই হোক না কেন,ছুটতে হয় কোনো বাজারে। আর ঈদের মতো উৎসবের আগে তো যেতে হয়ই। পছন্দের জিনিসটি কিনতে কতই না ঘোরাঘুরি। এ তো আমাদের অনেক দিন ধরে চলে আসা কেনাকাটা পদ্ধতি। তবে সময় বদলেছে। প্রযুক্তি এখন চলে এসেছে আমাদের হাতের মুঠোয়। প্রযুক্তির সাহায্যে এখন মানুষ অনলাইনে ঘরে বসেই করতে পারছে ঈদের কেনাকাটা। শপিং মলের পাশাপাশি দেশি ই-কমার্স সাইটগুলোও নতুন সাজে সেজেছে। দেশের পাশাপাশি প্রবাসীরাও ভীড় জমান এসব অনলাইন বাজারে। অনলাইনই হয়ে উঠেছে এখন নাগরিক জীবনের সবচেয়ে বড় মার্কেট।
এখনই ডটকম:ঈদ উপলক্ষে এখনই ডটকমে বিভিন্ন পণ্যে দেয়া হচ্ছে আগের চেয়ে ৩০ শতাংশ নগদ মূল্য ছাড়ে। এছাড়া দেশজুড়ে বেশিরভাগ পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে হোম ডেলিভারি ফ্রি করা হয়েছে। এছাড়াও ৫০০ টাকার পণ্য কিনলে পরবর্তী ক্রয়ে নগদ ৫০ টাকা মূল্য ছাড় দেয়া হচ্ছে। অনলাইনে বেচাকেনার এই সাইটটির মাধ্যমে ৩০০ ব্র্যান্ডের ১০ হাজার পণ্যের ছবি দেখে অর্ডার দেয়ার দিনেই বাসায় পৌঁছে যাচ্ছে কাঙ্ক্ষিত ঈদ শপিং। এখানে পওয়া যাচ্ছে শাড়ি, সালোয়ার-কামিজ, শার্ট-প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবিসহ সব ধরনের পোশাক। তবে এ বছর এই কাতারে যুক্ত হয়েছে বেশ কিছু আইটি গেজেটস। এর মধ্যে ঈদ উপহার হিসেবে ক্রেতারা পেনড্রাইভ, সেলফোন ও ট্যাব, হেডফোনের অর্ডার দিচ্ছেন বলে জানিয়েছেন এখনই ডটকম সিইও শামীম আহসান। তিনি জানান, গত কয়েকদিন ধরে তীব্র যানজটে নাকাল নগরবাসীর মধ্যে অনলাইনে কেনা-কাটার প্রবণতা বেড়েছে। গত বছরের তুলনায় অনলাইনে দ্বিগুণ কেনা-কাটা হচ্ছে।
তিনি আরো বলেন, এখনই ডটকম থেকে এবার আমরা প্রবাসীদের জন্য জাকাতের শাড়ি দুস্থদের মধ্যে পৌঁছে দেয়ার জন্য একটি স্বতন্ত্র সেবা চালু করেছি।
বাংলাদেশ ব্র্যান্ডস: ফ্যাশন হাউস রং,নগরদোলা,সাদাকালো,মেনজ ক্লাব,প্রবর্তনাসহ ৩৯টি ব্র্যান্ডের ২১ হাজারেরও বেশি পোশাক নিয়ে সাজিয়েছে দেশের প্রথম ব্যান্ড ভার্চুয়াল মল বাংলাদেশ ব্র্যান্ডস। এই সাইটে আরো পাওয়া যাবে ১০ হাজারেরও বেশি ইলেকট্রনিকস পণ্য। বাংলাদেশ ব্র্যান্ড ডটকমের সম্পর্কে ফিউচার সলিউশন ফর বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান সেঁজুতি জানান, ঈদ উপলক্ষে এখানে কিছু ব্রান্ডের পণ্যে ১০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। তিনি জানান, আমাদের এই ভার্চুয়াল মলে অফলাইন দামেই পণ্য বিক্রি হচ্ছে। কেবল গত ২০ জুলাই আমরা এখান থেকে দু্ই ঘণ্টায় দুই লাখ টাকার পণ্য বিক্রি করেছি। আর ক্রেতারা এখন বিকাশ এবং ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করছেন। এখানে এখন বিদেশি ক্রেতারাই বেশি। এদের মধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও মালয়েশিয়া থেকেই ঈদ উপলক্ষ্যে পাঞ্জাবি ও শাড়ি বিক্রি হচ্ছে উল্লেখযোগ্য হারে।
ই সুফিয়ানা: অনলাইন সুপার শপ ই সুফিয়ানা ডটকম ঈদ উপলক্ষে ঘোষণা করেছে এক্সক্লুসিভ সব ঈদ উপহার। ই-সুফিয়ানার প্রতি ৫০০ টাকার পণ্যে আপনি পাচ্ছেন একটি করে গিফট কুপন। এই অফার ২৪ রমজান পর্যন্ত কার্যকর থাকবে। ২৫ রমজান কুপনগুলোর মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। এতে উপহার হিসেবে রয়েছে আইফোন, ডেল ল্যাপটপ, স্যামসাং ট্যাব, স্যামসাং মোবাইল এক্স ডুয়োস, আইপড, ই-সুফিয়ানা গিফট হ্যাম্পার প্রভৃতি। সবচেয়ে বেশি টাকার পণ্য ক্রেতার জন্য উপহার হিসেবে থাকছে ডায়মন্ড জুয়েলারি যা ঈদের আগের দিন প্রদান করা হবে। সুফিয়ানার আউটলেটেও এই অফার চালু থাকবে।
বিউটিশপবিডি: ঈদ উপলক্ষ্যে অর্ডারকৃত পছন্দের পণ্য বিনামূল্যে বাসায় পৌঁছে দিচ্ছে ই-কমার্স ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান বিউটি শপ। ঈদের কেনাকাটায় বিউটিশপবিডি দিয়েছে নির্দিষ্ট পাঁচটি পণ্যের উপর বিশেষ ছাড়। বিউটিশপবিডির ব্যবস্থাপনা পরিচালক রাহিতুল ইসলাম রুয়েল জানান,এই অনলাইন দোকান থেকে যে কোনো পণ্য একজন ক্রেতা খুব সহজেই কিনতে পারবেন। বিকাশের ম্যধ্যমেও লেনদেন করা সম্ভব।
তিনি আরও জানান, আমরা এই সেবা তাদের কাছেই পৌঁছতে পারবো, যেখানে এসএ পরিবহন, ফেডেক্স কিংবা ডিএইচএল কুরিয়ারের সুবিধা আছে। আমরা প্রত্যাশা করছি এবার দেশের বাইরে থেকেও অনেকে ঈদের কেনাকাটা করবেন।
রূপকথা জামদানি: ঈদে নারীদের জন্য শুধু বাহারি সব জামদানি শাড়ির সমাহার নিয়ে রয়েছে রূপকথা জামদানি।অনলাইন শপটির প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা শারমিন রাবেয়া জানান, ঈদ উপলক্ষে সব ধরনের জামদানিতে থাকছে ছাড়। শেষ ১০ রোজা পর্যন্ত থাকবে ২০ শতাংশ ছাড়।
রকমারি: ঈদ আর রমজান উপলক্ষে বইয়ের ওপর বিশেষ ছাড় দিয়েছে বই ও সিডি-ডিভিডির অনলাইন দোকান রকমারি। রোজার শুরু থেকেই এখানে শুরু হয় ইসলামি বই উৎসব।
আলোচ্য ই-শপের বাইরেও ঈদের কেনাকাটার জন্য রয়েছে আমাদের ই-শপ, সূর্যমুখী, একুশে, কেনাকাটা, সিটিশপ, বেস্টওয়ে বাজারসহ বিভিন্ন সাইট। এখানে পাওয়া যাচ্ছে ঈদের সব উপকরণসহ আধুনিক জীবনধারা থেকে শুরু করে কাঁচাবাজার ও ঘর-গৃহস্থালীর সব সামগ্রী।
ফেসবুকে ঈদের কেনাকাটা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ঈদের কেনাকাটার ধুম লেগেছে। ফেসবুকে বেশ কিছু গ্রুপের মাধ্যমে চলছে জমজমাট বিকিকিনি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নিজেদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার জন্য এখন সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় এ প্লাটফর্মটি ব্যবহার করছেন। এদের মধ্যে বাংলাদেশি গহনার ফ্যানপেজে বাংলাদেশী ডিজাইনার্স কালেকশন, ডায়মন্ড কাট জুয়েলারি, গোল্ড প্লেটেড ইন্ডিয়ান জুয়েলারি, ব্রাইডাল সেট জুয়েলারি, পিওর সিলভার জুয়েলারি, অরিজিনাল কুন্দন জুয়েলারি,কিউবিক জারকান সেট,লকেট ও নেকলেসসহ হাজারো ডিজাইন ও আইটেমের জুয়েলারির প্রদর্শনী ও বিক্রি হচ্ছে ফেসবুকের http://on.fb.me/1998w6f ঠিকানায়। ঈদ উপলক্ষ্যে এখানে ডিজাইনার সাবরিনা আক্তার টিনার নকশায় বাহারি নকশার জমকালো সব সেট পাওয়া যাচ্ছে। অনলাইনের পাশপাশি ফোনের মাধ্যমে অর্ডার দিতে পারছেন ক্রেতারা। তিন হাজার টাকার বেশি পণ্য ক্রয় করলে রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা। বর্তমানে উত্তর আমেরিকা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি গহনার অর্ডার আসছে অনলাইনের মাধ্যমে। প্রতিষ্ঠানটি জানিয়েছে নিরাপত্তা ও সঠিক ডেলিভারির জন্য দেশের বাইরে জুয়েলারি পণ্য পাঠানো হচ্ছে ফেডএক্স কুরিয়ারের মাধ্যমে।
এছাড়াও http://bit.ly/RuNaLs ঠিকানায় পাওয়া যাচ্ছে রুনালস ফ্যাসিনেটিং ফ্যাশন জোনের নানা ফ্যাশন পণ্য। ক্লোভার ফ্যাশন ইরার পণ্য পাওয়া যাচ্ছে www.facebook.com/ CloverFashionEra ঠিকানার পেজটিতে। http://bit.ly/Rayography ঠিকানায় মিলছে রায়োগ্রাফির পণ্য আর প্যান্ডোরা ওয়ারড্রবের পণ্য মিলেছে www.facebook.com/groups/ 431430623533706 ঠিকানা থেকে।
আইসিটি বাজারে ঈদ সেলামি
ক্রেতাদের আগ্রহ দেখেই পোশাক বাজারের মতোই ঈদ উপলক্ষে নানারকম অফার দিয়েছে কম্পিউটার বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। নগদ ছাড় ছাড়াও প্রতিটি ডিভাইসের সাথে ফ্রি দেয়া হচ্ছে অন্য আরেকটি ডিভাইস। আইডিবি, এলিফেন্টরোড, মাল্টিপ্লান, বসুন্ধরা ও শান্তিনগরসহ নগরীরর প্রতিটি আইসিটি মার্কেটেই চলছে ঈদ উপহারের ছাড় উৎসব। ল্যাপটপ থেকে শুরু করে মেমরিকার্ড, প্রায় প্রতিটি হার্ডওয়্যার ডিভাইস ক্রয়েই কিছু না কিছু উপহার দেয়া হচ্ছে ক্রেতাদের। ইতিমধ্যেই দেশের আইটি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নানা মাত্রিক ঈদ উপহার।
কম্পিউটার সোর্স: আসন্ন ঈদ উল ফিতরের আনন্দকে আরও বাড়িয়ে দিতে ‘এই ঈদে প্রিয়জনকে কম্পিউটার উপহার দিন’ স্লোগানে প্রযুক্তি প্রেমীদের জন্য দারুণ সব ঈদ আনন্দ অফার ঘোষণা করেছে দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। চাঁদ রাত পর্যন্ত চলমান এসব অফারের মধ্যে সামস্যাং ব্র্যান্ডের যে কোনো প্রিন্টারের সাথে রয়েছে ‘এসএমএস অ্যান্ড উইন’ অফার। এই অফারের আওতায় কম্পিউটার সোর্স এর যে কোনো শাখা অফিস কিংবা মনোনীত ডিলার হাউস থেকে সামস্যাং ব্র্যান্ডের প্রিন্টার কিনলেই প্রতি সপ্তাহে একটি সামস্যাং ল্যাপটপ উপহার পাবেন একজন ‘এসএমএস উইন’ অফার বিজয়ী। এছাড়াও পরবর্তী পণ্য ক্রয়ে মূল্য ছাড়, গিফট ভাউচার এবং স্টার সিনে প্লেক্সে মুভি দেখা ছাড়াও রয়েছে নিশ্চিত উপহার।
ঈদ অফার হিসেবে বিশ্বে ‘নাম্বার ওয়ান’ সনদ প্রাপ্ত ‘ওয়েস্টার্ন ডিজিটাল’ ব্র্যান্ডের বহনযোগ্য হার্ডডিস্ক ক্রয়ে যুক্ত হয়েছে ক্রেতাবান্ধব কিস্তি সুবিধা। এই অফারে ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধায় মাত্র ৭৫০ টাকায় ডব্লিউডি ব্র্যান্ডের এক টেরাবাইট এবং ৪৫০ টাকায় ৫০০ জিবি ধারণ ক্ষমতার হার্ডডিস্ক কেনা যাচ্ছে।
ঈদ আনন্দ আরও স্পন্দিত করতে অনন্য শব্দানুভূতির লজিটেক ব্র্যান্ডের বুম বক্সেও মূল্য ছাড় দিয়েছে কম্পিউটার সোর্স। অফার অনুযায়ী, স্টক থাকা পর্যন্ত মাত্র ছয় হাজার টাকায় হোমথিয়েটার কোয়ালিটির এই ব্লু-টুথ কানেক্টিভিটির সাউন্ড বক্সটি কিনতে পারবেন ক্রেতারা। সাত হাজার নয়শ ৯৯ টাকা মূল্যের এই বুম বক্সটি আকারে ছোট এবং এটি গাড়িতেও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।
অপরদিকে এইচপি নোটবুকে রয়েছে ‘স্ক্রাচ অ্যান্ড উইন’ অফার। পরিবারের সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এইচপির নির্দিষ্ট সিরিজের নোটবুক ক্রয়ে তিনটি ভিন্ন রঙের স্ক্রাচ কার্ডের মাধ্যমে এই অফার দেয়া হয়েছে। এর মধ্যে এইচপি এনভি এলিটবুক, এলিট প্যাড ও প্যাভিলিয়ন এম মডেলের নোটবুক কিনে আকাশ নীল স্ক্রাচ কার্ড মনোনীতরা পাচ্ছেন বেড শিট, ক্যাস্ট্রল সেট ও ব্যাকিং ডিশ। এইচপি প্রোবুক, প্যাভিলিয়ন ও জি-সিরিজের নোটবুক্র কিনে ধূসর রঙের কার্ডপ্রাপ্তরা পাচ্ছেন কাপ সেট ও ফ্রাই প্যান। পাশাপাশি এইচপি ১০০০ ও এইচপি ২০০০ সিরিজের নোটবুক কিনে সাদা রঙের কার্ডপ্রাপ্তরা পাচ্ছেন গ্লাস সেট ও স্যুপ সেট।
গ্লোবাল ব্র্যান্ড: ঈদুল ফিতর উপলক্ষে আসুসের নোটবুক পিসি এবং নোটবুকের সঙ্গে উপহার হিসেবে ইউএসবি মাউস উপহার দিচ্ছে গ্লোবাল ব্র্যান্ড (প্রাঃ) লিমিটেড। এছাড়াও তাদের পরিবেশিত ডেল এক্সপিএস১৩ এবং এক্সপিএস১৪ মডেলের নোটবুকের সঙ্গে রয়েছে আড়ং ফ্যাশন হাউসের ৪ হাজার টাকার গিফট্ ভাউচার। আর লেনোভো আইডিয়া প্যাড এবং আইডিয়া ট্যাব ক্রয়ে ক্রেতাদের দেয়া হচ্ছে ৫০০ টাকার ঈদ শপিং ভাউচার।
স্মার্ট টেকনলোজি: ঈদ উপলক্ষে নিজেদের পরিবেশিত এইচপি প্রোবুক ৪৪৪এস ও প্যাভিলিয়ন জি৪-২৩০২ এইউ মডেলের গেমিং ল্যাপটপের সঙ্গে টাচ মোবাইল হ্যান্ডসেট,প্যাভিলিয়ন জি৪-১৩১০ মডেলের ল্যাপটপের সঙ্গে আগোরা গিফট ভাউচার দিচ্ছে স্মার্ট টেকনলোজি।
প্রবাসীদের ঈদ উপহার
প্রবাসী বাংলাদেশীদের জন্য অনলাইন সেলামি দিচ্ছে গ্লোবাল অনলাইন রেমিটেন্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘রেমিট টু হোম’। অফার অনুযায়ী, আগস্ট মাস পর্যন্ত এই সার্ভিসের মাধ্যমে কোন গ্রাহক বাংলাদেশে টাকা পাঠালে, তার জন্য কোন ধরণের ট্রান্সফার ফি প্রয়োজন হচ্ছে না। এমনকি উপহার হিসেবে প্রাপকের ঠিকানায় উপহার হিসেবে পৌঁছে যাচ্ছে একটি জায়নামাজ। এছাড়াও পূর্বে যারা ‘রেমিট টু হোম’ এর সার্ভিস গ্রহণ করেছেন, ট্রানজেকশানের পরিমাণের উপর ভিত্তি করে তারা উপহার পাচ্ছেন একটি আকর্ষণীয় ফিরনি সেট অথবা একটি জায়নামাজ। উপহারসমূহ কোন ধরণের চার্জ ছাড়াই পৌঁছে দেয়া হচ্ছে।
নতুন এই অফার সম্বন্ধে ‘রেমিট টু হোম’ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘টাইমস অফ মানি’ এর সিইও অভিজিত নন্দ বলেন, ‘বাংলাদেশি গ্রাহকদের জন্য রমজান মাস একটি তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত মাস। তাই এই মাসটিতে আমরা প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের জন্য দিচ্ছি বিশেষ এই সার্ভিস। কারণ ঈদ পূর্ববর্তী সময়টা যেহেতু প্রিয়জনের কাছে টাকা পাঠানোর উপযুক্ত সময় তাই এই সময়ে রেমিট্যান্স লেনদেনে পরিমাণ্ও বেড়ে যায়। দেশের বাইরে বসবাসরত সম্মানিত গ্রাহকদের জন্য আমরা তাই অভিনব কিছু করতে চেয়েছিলাম আর একটি ভিন্নধর্মী অফার দিতে পেরে আমরা আনন্দিত।’
বিদেশে বসে অনলাইনে ঈদের কেনাকাটা
দেশের বাইরে থেকে অনলাইনে দেশেই ঈদের কেনাকাটার জন্য গিফটমেলা ডট কম (www.giftmela.com) ও বাংলাদেশ গিফটশপ ডট কম (bangladeshgiftshop.com) নতুন নতুন শতেক আইটেমের পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে ঈদের পোশাক (বিভিন্ন ফ্যাশন হাউজের যেমন জামদানি শাড়ি, শালোয়ার কামিজ), খাবারদাবার, গ্রিটিংস কার্ড, ফুল, মহিলাদের ব্যাগ, বিভিন্ন ধরনের কেক,পেস্ট্রি, ইফতার আইটেম অনলাইনে অর্ডার দিয়ে দেশে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের পাঠানো যাবে। বিভিন্ন পণ্যে রয়েছে ঈদ উপলক্ষে বিশেষ ছাড়। ঢাকা শহরে সাইটে উল্লেখিত যে কোনো ধরনের পণ্য দিনে দিনে পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। সাইটে রয়েছে বিভিন্ন দিবসের উল্লেখ। সংশ্লিষ্ট দিবসে দূর দেশে বসে উপহার পাঠিয়ে চমকে দিতে পারেন প্রিয়জনকে। এমনকি পছন্দের মাছ-মাংসও কেনাকাটা করে পাঠানো যাবে স্বজনদের। এ ছাড়াও এই সাইটে গিয়ে বিদেশে বসে দেশের কোনো প্রয়োজনীয় মোবাইলফোন নম্বরে টাকা রিচার্জ (ফ্লেক্সিলোড) করারও ব্যবস্থা আছে।
ঈদ এলেই একসময় প্রিয় শিল্পীর গানের কিংবা কৌতুকের ক্যাসেট বিক্রি বেড়ে যেত। প্রযুক্তির ছোঁয়ায় এখন পাল্টে গেছে সেই চেহারাও। এখন প্রকাশ করা হয় সিডি, ডিভিডি। তবে এবার সিডি, ডিভিডির পাশাপাশি অনলাইনে মিউজিক পোর্টালগুলোতে যুক্ত হয়েছে নতুন নতুন গান। সেখান থেকেই পছন্দের মিউজিক ডাউনলোড করছেন প্রযুক্তিপ্রেমীরা। একই চিত্র ঈদকার্ডের ক্ষেত্রেও। ডিজিটাল মেইল করে ডিজিটাল ঈদকার্ড পাঠানো শুরু হয়েছে ইতিমধ্যেই। মাল্টিমিডিয়া মেসেজের মাধ্যমেও সেলফোনে ঈদের শুভেচ্ছা পাঠাতে শুরু করেছেন কেউ কেউ।
ঈদের ছুটিতে বন্ধ থাকে প্রতিটি ব্যাংক। এর আগে দীর্ঘ ব্যাংকের টাকা জমা ও গ্রহণের জন্য প্রতিটি ব্যাংকেই দেখা যায় দীর্ঘ সারি। প্রযুক্তির কল্যাণে এ বছর সেই ভোগান্তিও কিছুটা কমেছে। ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে বুথ থেকেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করছেন অনেকেই। রাজধানীর বিভিন্ন পয়েন্টে বুথেই টাকা জমা দিতে দেখা যাচ্ছে অনেককে। ঈদের ছুটিতে বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখা হবে বলেই আশা করছেন গ্রাহকেরা। ঈদের কেনাকাটাতে ক্রেতাদের ক্ষেত্রে প্রতি বছরের তুলনায় এ বছর কার্ড দিয়ে মূল্য পরিশোধ প্রবণতা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনায় ‘প্লাস্টিক মানি’ ব্যবহারে নিরাপত্তা বিষয়ক উদ্বেগে রয়েছেন অনেকেই। এই অবস্থার অবসানের জন্য কার্ডে কিংবা অনলাইনে লেনদেনের ক্ষেত্রে ‘টু-ডি সিকিউরিটি’ চালুর দাবি জানিয়েছেন প্রযুক্তিবিদেরা। তাদের দাবি, এ ধরনের লেনদেনের ক্ষেত্রে ‘নিয়তিম পাসওয়ার্ডের’ পাশাপাশি সেলফোনের মাধ্যমে ‘তাৎক্ষণিক পাসওয়ার্ড’ ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। এছাড়াও বুথ থেকে টাকা তোলার সময় বুথের কি-প্যাডে পাসওয়ার্ড লিখার সময় হাত দিয়ে আড়াল করে লেখার পরামর্শ দিয়েছেন তারা। একই সাথে দোকানে কার্ড করার সময় সামনে থেকে পাঞ্চ করার দিকে জোর দিয়েছেন। কেননা এসব ক্ষেত্রে হ্যান্ডহোল্ড স্কিমার এর মাধ্যমে জাল কার্ড তৈরি করা যায়।
প্রযুক্তি নানান পসরায় ঈদ এখন আরও আনন্দময় হয়েছে। অবশ্য আর সব সুবিধার মতো প্রযুক্তিতেও নিরবিচ্ছিন্ন সুবিধা আশা করা বোকামি। তবে প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়েই প্রযুক্তিগত ঝামেলা বা সমস্যা থেকে মুক্তি পেতে সবসময় সচেতন থাকাই বুদ্ধিমানের কাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন