সালাহউদ্দিনকে হয়রানি না করার নির্দেশ হাইকোর্টের

ডেস্ক রিপোর্ট
যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনকে ফের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এক রিটের শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট  বেঞ্চ  এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী, মাসুদ রানা, ফেরদৌসী আক্তার তামান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। গত ৯ এপ্রিল রাজধানীর গুলশান থেকে গোয়েন্দা পুলিশ সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করে। এরপর পুলিশের করা চার মামলায় জামিন পেয়ে গত ১৬ মে সালাউদ্দিন আহমেদ কারাগার থেকে বের হতে গেলে কারাফটক থেকে তাকে ফের গ্রেফতার করা হয়। এরপর শেরেবাংলা নগর এবং তেজগাঁও থানায় পুলিশের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। এ দুটি মামলায় রোববার ছয় মাসের জামিন পান তিনি।
উল্লেখ্য, এর আগে বিএনপি নেতা আমান উল্লাহ আমানকেও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন