ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও’র বিশাল জনগোষ্ঠির জন্য ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন পরিষদে সীমাবদ্ধ থাকার পর কয়েক বছর পূর্বে আলাদাভাবে নামে মাত্র ভবনে থাকলেও একাধিক পুলিশের থাকার জায়গা সংকোলন হয়নি। বিধায় অনেকে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় মাসিক ভাড়া দিয়েই অবস্থান করতে হচ্ছে। পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য নির্ধারিত জায়গা দিতে অনেকে অমৎ প্রকাশ করায় জায়গা নির্বাচন করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। সর্বশেষ ঈদগাঁও’র বিশিষ্ট ব্যবসায়ী দানবীর প্রবীন রাজনৈতিক নেতা, মমতাজুল উলুম ফরিদিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যানের গর্বিত পিতা আলহাজ্ব মমতাজ আহমদ সওদাগর নিজস্ব জায়গা থেকে পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য জায়গা বরাদ্ধ দিতে এগিয়ে আসলেন। অবশেষে অনেক কল্পনা-জল্পনা ও ত্যাগ-তিতীক্ষার ফলে তার স্বপ্নই পূরণ হয়েছে। ২ জুন বেলা ১ টায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামাবাদ ইউনিয়নের (তেতুল তলী) আউলিয়াবাদ এলাকায় সাইনবোর্ড স্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত কেন্দ্রের জায়গা নির্ধারিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে সাইন বোর্ড স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তদন্ত কেন্দ্রের জন্য জায়গা দাতা আলহাজ্ব মমতাজ আহমদ সওদাগর, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মনজুরুল কাদের ভূঁইয়া ইসলামাবাদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, মাওলানা শাব্বির আহমদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান আযাদ, মমতাজুল উলুম ফরিদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দু শুক্কুর, শিক্ষক ছানা উল্লাহ, ইসলামাবাদ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের ইনচার্জ মনছুর ্অলম, সাংবাদিক ফিরোজ আহমদ, যুবনেতা জাহাঙ্গীর আলম, এহেছানুল হক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। এ সময় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মনজুর কাদের বলেন- অতি স্বল্প সময়ের মধ্যে পুলিশ তদন্ত কেন্দ্র এ স্থানে চলে আসবে। আশা করি এ বিশাল জনগোষ্ঠির দুঃখ লাগবে আমরা আরো এগিয়ে এসে কাজ করতে পারব। এলাকার সচেতন মহলের দাবী এ পুলিশ তদন্ত কেন্দ্র নিজস্ব জায়গায় স্থাপিত হয়ে এলাকার গণমানুুষের দাবী অবশেষে পূরণ হচ্ছে।