রাশিদ রিয়াজ : বিশ্বে প্রতিবছর ৬০ লাখ মানুষ ধূমপানজনিত রোগে মারা যায়। ধূমপানের বিরুদ্ধে প্রচারণা বাড়লেও বিশ্বে ধূমপান এখনো প্রধান ঘাতক ব্যাধি হিসেবে হšত্মারকের ভূমিকা পালন করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মধ্য আয়ের দেশগুলোতে ধূমপান সবচেয়ে বেশি মানুষের ক্ষতি করছে।
সংস্থাটির মতে ২০৩০ সালে ধূমপানজনিত রোগে আক্রাšত্ম হয়ে মারা যাচে ৮০ লাখ মানুষ। ৮০ ভাগ ধূমপানজনিত রোগই মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোর মানুষকে আক্রাšত্ম করছে বেশি। ধূমপানের বিজ্ঞাপন নিষিদ্ধ না করতে পারলে এবং তামাকের উন্নয়ন ও বিনিয়োগ বন্ধ করতে না পারলে অপেক্ষাকৃত তরুণ প্রজন্ম ক্রমশ এ কুঅভ্যাসে জড়িত হয়ে পড়বে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. মার্গারেট চান বলেছেন, প্রতিটি দেশের দায়িত্ব রয়েছে তার নাগরিককে ধূমপানজনিত রোগ থেকে বাঁচানোর। কারণ মানুষ ধূমপানজনিত রোগে আক্রাšত্ম হয়ে বিকলাঙ্গ ও মৃত্যুর মুখে ঢলে পড়ছে। বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার আরেক চিকিৎসা বিশেষজ্ঞ ড. ডগলাস বেচার বলেন, আগে থেকে ধূমপান নিয়ে সচেতনতা সৃষ্টি না হলে এ শতাব্দির শুরুতে ১ কোটি মানুষ ধূমপানজনিত রোগে আক্রাšত্ম হয়ে মারা যেত। অথচ কোনো দেশ ধূমপান পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করলে এবং তামাক নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পারলে ধূমপানজনিত রোগ থেকে সহজেই নি¯ত্মার পাওয়া সম্ভব।
ধূমপান নিয়ন্ত্রণ করে ৯২টি দেশের ২ দশমিক ৩ বিলিয়ন মানুষ ধূমপানজনিত রোগ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে যদিও ৫ বছর আগে এ সংখ্যা ছিল দ্বিগুণ।