বিনোদন ডেস্ক: অ্যাকশনধর্মী ছবি ‘টিনা অ্যান্ড লোলো‘তে সাধারণ একটি চরিত্রে অভিনয় করছেন সানি লিওন। এ ছবিতে সানির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন মডেল ও অভিনতা অমিত গৌর। অমিতকে সর্বশেষ ‘ফোঁর্স’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। রণবীর কাপুর-জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘রয়’ ছবিতে অভিনয় করছেন অমিত। ‘টিনা অ্যান্ড লোলো‘তে সানি লিওনের সঙ্গে রোমান্স দৃশ্যে অভিনয় করবেন অমিত। এটাই সানির প্রথম অ্যাকশন ছবি। ছবিটির বেশির ভাগ দৃশ্যের শুটিং
রাশিয়া ও জর্জিয়াতেই হবে। ছবিটি পরিচালনা করছেন দেবাং ধোলাকিয়া। এ ছবিতে অভিনয় শুরুর আগে সানিকে বিশেষ দেয়া হবে বলে জানিয়েছেন দেবাং।
রাশিয়া ও জর্জিয়াতেই হবে। ছবিটি পরিচালনা করছেন দেবাং ধোলাকিয়া। এ ছবিতে অভিনয় শুরুর আগে সানিকে বিশেষ দেয়া হবে বলে জানিয়েছেন দেবাং।
আগস্টের শেষের দিকে শুরু হবে ছবিটির শুটিং। বর্তমানে একতা কাপুরের পরিচালনায় ‘রাগিনী এমএমএস টু’ এর শুটিং নিয়ে ব্যস্ত সানি। এ ছবিটির শুটিং শেষ হলেই ‘টিনা অ্যান্ড লোলো’র শুটিং শুরু করবেন দেবাং। ২০১৪ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টিনা অ্যান্ড লোলো’ ছবিটি। দুই বন্ধুর মধ্যকার সম্পর্ক নিয়ে এ ছবিটির কাহিনী গড়ে ওঠেছে। ‘জিসম টু’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সানির। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘শুট আউট এট ওয়াডালা’ ছবিতে একটি আইটেম গানে নেচেছেন এ পর্নোস্টার তারকা। সানি লিওন ও অমিত ছাড়াও ‘টিনা অ্যান্ড লোলো‘তে লোলো চরিত্রে মিনিশা লাম্বা অভিনয় করবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন