টেকনাফ বিএনপির ইফতার মাহফিলে শাহজাহান চৌধুরী
তাহেরা আক্তার মিলি: উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন- দেশ ও মানুষের কল্যান এবং উন্নয়নের জন্য বিএনপি সর্বদা কাজ করে গেছে। বিএনপি আগামীতেও রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাবে। ক্ষমতায় এসে আওয়ামী-মহাজোট সরকার ইসলাম ও মুসলমানদের নিয়ে চিনিমিনি খেলায়
মেতে উঠেছে। এদেশের ইসলাম ও মুসলমান এসরকারের হাতে নিরাপদ নয়। ইসলাম প্রিয় ও জাতীয়তাবাদী শক্তি কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে জেল ভরপুর এবং জন সমর্থন হারিয়ে এখন আগামীতে ক্ষমতা ধরে রাখার পায়তারা শুরু করেছে। শিগগিরই তত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পূনঃ বহাল করে ক্ষমতা হস্তান্তর করুন। নয়তো বাংলার জনগন ক্ষমতার মসনদ থেকে টেনে নামাবে। তখন পালাবার পথ খুঁজে পাবেনা। টেকনাফের জনগন আওয়ামী নির্যাতনে আজ অতিষ্ট ও দিশেহারা। শাহপরীরদ্বীপের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বেড়ী বাঁধ ভেঙ্গে গ্রামাঞ্চলের বাড়ীঘর পানিতে তলিয়ে গেছে। মানুষের যাতায়াতের একমাত্র টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়ক ভেঙ্গে চুরমার ও বিচ্ছিন্ন হয়ে আছে। শাহপরীরদ্বীপবাসীর দূর্ভোগ-দূর্দশার খবর রাখেনা বর্তমান এমপি। আগামীতে ক্ষমতায় এসে টেকনাফের উন্নয়নে কাজ করে যাব। নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এই আওয়ামী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং সকলকে এ সরকারের দূঃশাসনের বিরদ্ধে সজাগ থাকার আহবান জানান। এসময় তিনি তাঁর আমলে এতদাঞ্চলের উন্নয়নে কথা স্বরন করিয়ে আবারো ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। টেকনাফ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ২৬ জুলাই টেকনাফ পৌরসভায় বাস ষ্টেশনস্থ আলী উল্লাহ শপিং কমপ্লেক্সের মিলনায়তনে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার কামাল চৌধুরীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর আলম মেম্বার ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বাবলুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ, পৌর বিএনপির সাধারন সম্পাদক হাসান আহমদ কাউন্সিলর, জেলা বিএনপির সদস্যদ্বয় সোলতান আহমদ বি,এ, মাষ্টার জাকের হোসেন চৌধুরী, খাইরুল বশর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহপরীরদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইসমাইল মেম্বার, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলম মেম্বার, হ্নীলা দক্ষিন শাখা বিএনপির আহবায়ক নুরুল আমিন চৌধুরী, বাহারছড়া উত্তর শাখা বিএনপির আহবায়ক আবদুল হক মেম্বার, বাহারছড়া দক্ষিন শাখা বিএনপির সভাপতি ছৈয়দ হোসেন মেম্বার, হোয়াইক্যং দক্ষিন শাখা বিএনপির যুগ্ন আহবায়ক খাইরুল আমিন, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. সেলিমুল মোস্তফা, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক মোজাহারুল হক, সহ-সাধারন সম্পাদক আনোয়ার কামাল আনু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোক্তার আহমদ দল্লা, পৌর যুবদল সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ, উপজেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক আবদুল আমিন আবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আলী মেম্বার, পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল সালাম প্রমূখ। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা শেষে বিশেষ মোনাজাত করেন উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি মাওঃ আবদুল মান্নান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন