নিজস্ব প্রতিবেদক: উখিয়া-টেকনাফ সহ জেলার ৮ উপজেলা তথা- চকরিয়া, পেকুয়া, রামু, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফে রাজনৈতিক ভাবে মিথ্যা মামলা ও হয়রানির শিকার নেতাকর্মীদের তালিকায় নেমেছে কক্সবাজার জেলা বিএনপি। একই সাথে ক্ষতিগ্রস্তদের আর্থিক ও শারীরিক ক্ষয়ক্ষতির নিরূপমও করছে বিএনপি।
আগামীতে উক্ত বিষয়ে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপুরণের চিন্তা-ভাবনাও করছে বিএনপি। শুধু তাই নয়, এসব মিথ্যা মামলায় জড়িয়ে যারা অনৈতিক ভাবে উৎকোচ আদায় করেছেন তা সংশ্লিষ্টদের ফেরত দেওয়ার ব্যাপারও জেলা বিএনপি গোপনে অনুসন্ধান ও তালিকা প্রণয়ন কাজ শুরু করে দিয়েছে।
কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী জানান, শুধু বিএনপি নেতাকর্মী নয়, যারা আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছেন ভবিষ্যতে আইনগত ভাবে তাদের পাশে দাঁড়াবে বিএনপি। এছাড়া ক্ষমতাসীন রাজনৈতিক দলের যেসব নেতা-পাতি নেতা নিরীহ লোকজনের জায়গা-জমি জবর দখল করেছে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি আপোষহীন প্রচেষ্টা চালাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন