ইব্রাহীম খলিল
কক্সবাজারের রামুর ঈদগড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন নাপিতেরঘোনা কবরস্থান হতে সুন্দরী রমনীর ছবি সম্বলিত ডাচ বাংলা ব্যাংকের বিল বোর্ডটি সরিয়ে নেওয়ার জন্য জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
গতকাল ১ জুলাই সরেজমিনে পরিদর্শেনে গেলে দেখা যায়, বিশাল এই কবরস্থানের পশ্চিম পার্শ্বের কোণায় সুন্দরী রমণীর ছবি সম্বলিত বিল বোর্ডটি রয়েছে। এতে করে কবরস্থানটির প্রবিত্রতা বিনষ্ট হচ্ছে প্রতিনিয়তে। এলাকার সচেতন মহল এবং মুসল্লিরা জানান, পবিত্র কবরস্থানে এই রকম বিল বোর্ড বসানো খুবই নগন্য কাজ। কবরস্থানে আগত লোকজন এবং পথচারীদের মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে বিল বোর্ডটির কারণে। অন্যদিকে কবরস্থানটি সড়কের পার্শ্ববর্তী হওয়ায় সড়কে চলাচলকৃত গাড়ী চালকদের দৃষ্টি গাড়ী চালানোর সময় উক্ত বিল বোর্ডটির দিকে চলে যায়। ফলে চালকরা অনেক সময় পথভ্রষ্ট হয়ে পড়ে। এলাকার সাংবাদিক ও লেখক পরিষদ এর নেতৃবৃন্দরা জরুরী ভিত্তিতে ডাচ্্ বাংলা ব্যাংকের উক্ত বিল বোর্ডটি পবিত্র কবরস্থান হতে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।