কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ায় বালুখালী কাষ্টম্স কর্তৃপক্ষ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিজিবি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত প্রায় ১৫ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের অবৈধ মালামাল ধ্বংস করেছে। গতকাল সোমবার সকাল ১১টায় উখিয়াস্থ বালুখালী কাস্টমস সংলগ্ন বড় গর্জন গাছ তলায় পরিত্যক্ত স্থানে এ ধ্বংস কার্যক্রম চালানো হয়। বালুখালী কাস্টমস এক্সচেইঞ্জ এর উপ-পরিদর্শক ননী গোপাল দাশ জানান, ধ্বংস করা মালামালের মধ্যে রয়েছে মিয়ানমার থেকে আসা বিভিন্ন প্রকার মাদ্রক দ্রব্য, কারেন্ট জাল, ভারতের উৎপাদিত ফেনসিডিল, গাজা, পোস্তার দানা,
সুখী বড়ি, ডিপো ইনজেকশন, ব্যানসন সিগারেট, পলিথিন সহ দেশী-বিদেশী বিভিন্ন প্রকার আমদানী নিষিদ্ধ চোরাই পণ্য। এসব মালামাল টেকনাফ, হ্নীলা ও বালুখালী কাস্টমস্ বিভিন্ন সময়ে যাত্রীবাহী গাড়ী তল্লাশী চালিয়ে উদ্ধার করেছে। এসব পণ্য সামগ্রী ধ্বংস কার্যক্রম চালানোর সময় উপস্থিত ছিলেন কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট চট্টগ্রাম অঞ্চলের যুগ্ন কমিশনার কাজী জিয়া উদ্দিন, সহকারী কমিশনার কক্সবাজার বিভাগ এসএমএ হামিদ, টেকনাফস্থ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান, ১৭ বিজিবির উপ-অধিনায়ক মতিউর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার উখিয়া সার্কেল ফারুক আহমদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবারক হোছন, টেকনাফ কাস্টমস এক্সচেইঞ্জ ও ভ্যাট রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবির, আব্দুস সালাম, টেকনাফ স্থ বন্দর ম্যানেজার মনির আহমদ, সহকারী রাজস্ব কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, পালংখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজল কাদের ভুট্টো, বালুখালী কাস্টমস এক্সচেঞ্জ এর উপ-পরিদর্শক ননী গোপাল দাশ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন