প্রেস বিজ্ঞপ্তিঃ গত শুক্রবার সমাজসেবা আইসিটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের শর্টকোর্সের ১২তম ব্যাচের লাইফ স্কীল ডেভেলাপমেন্ট ক্লাসে অতিঃ জেলা প্রশাসক সৈয়দ মোঃ নুরুল বাসির বলেন, তথ্য প্রযুক্তির জ্ঞান ছাড়া যেকোন ক্ষেত্রে উন্নয়ন অসম্ভব।
বর্তমানে দেশে সরকারী চাকুরীর পাশাপাশি বেসরকারি চাকুরীতেও আইটিতে দক্ষ লোকের প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। সততা ও নিষ্ঠার সাথে নিজের কর্তব্য করা ও কম্পিউটার জ্ঞানের সাথে নিজেকে পরিপূর্ণ করে গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।
উক্ত ক্লাস পরিচালনা করেন কোর্স কোঅর্ডিন্টে ইঞ্জিনিয়ার কানন পাল। ক্লাসে শতাধিক ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কম্পিউটার প্রশিক্ষক পিন্টু দত্ত, সিনিয়র সহকারী প্রশিক্ষক সুজয় কান্তি পাল, সহকরী প্রশিক্ষকবৃন্দ যথাক্রমে রানা ভট্টাচার্য্য, আবু সুফিয়ান সোহেল, মোঃ শাখাওয়াত হোসেন, শাহিন আক্তার, শাহাব উদ্দিন, পিন্টু মল্লিক, ফারুক আযম, মোঃ আবু তৈয়ব প্রমুখ।