জনতার এ রায় দু:শাসনের বিরুদ্ধে: মান্নান


ডেস্ক রিপোর্ট
ঢাকা: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী অধ্যাপক এম এ মান্নান বলেছেন, সিটি নির্বাচনে জনগণ সরকারের গুম, হত্যা, নির্যাতন, লুটপাট ও দু:শাসনের বিরুদ্ধে রায় দিয়েছে। এ বিজয় জনগণের।
শুক্রবার গভীর রাতে গাজীপুরে সংবাদ মাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায়  তিনি এ কথা বলেন। ১৮ দল সমর্থিত প্রার্থী ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন,  জনগণ আমাকে পছন্দ করে। আমি সব সময় জনগণের পাশেই আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো। গাজীপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করে মেয়র পদে তাকে নির্বাচিত করায় গাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মান্নান। নির্বাচনের পরিস্থিতি প্রসংগে তিনি বলেন, নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হলো আরো অধিক ভোটের ব্যবধানে জয় অর্জন করা যেতো।  তিনি বলেন, আমার এজেন্ট ও কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় সরকার দলীয় লোকজন হামলা চালিয়েছে। এতসব বাধা স্বত্ত্বেও জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দিয়েছে।