ডেস্ক রিপোর্ট
গতকাল অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল নিজের ঘরে নিয়েছে বিএনপি। কিন্তু আদতে এই নির্বাচনে জয়ী কে ? বিজয়ের মুকুট মাথায় নিজেদের অবশ্যই জয়ী দাবি বিএনপির ।
অপরদিকে, সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে সফল নির্বাচন করায় নিজেদের বিজয়ী ভাবছে ইসি । পিছিয়ে নেই সরকারি দলও । নির্বাচনে কোনও প্রকার হ¯ত্মক্ষেপ না করার কথা বলে তত্ত্বাবধায়ক সরকার দাবির অসারতা প্রমাণ করার দাবি আওয়ামীলীগের।
কিন্তু যাদের ভাগ্যের কথা বিবেচনায় এই আয়োজন ,কি অপেক্ষা করছে তাদের ভাগ্যে সেটা হয়তো ভবিষ্যতই বলে দেবে । ভবিষ্যতের হিসেবই হয়তো জানান দেবে গতকালের নির্বাচনের আসল জয়ী কে ?