বিনোদন ডেস্ক: ব্র্যাডলি কুপারকে অত্যন্ত সুদর্শন বলে মনে করেন সেলেনা গোমেজ তরুণ পপ তারকা সেলেনা গোমেজ মনে করেন হলিউডি অভিনেতা ব্র্যাডলি কুপার অত্যন্ত সুদর্শন। আর ব্র্যাডলির সঙ্গে দেখা করার সুযোগ পেলে খুবই আনন্দিত হবেন তিনি। খবর ব্যাং শোবিজের। ‘কাম অ্যান্ড গেট ইট’ হিটমেকার সেলেনা ‘সিলভার লাইনিংস প্লেবুক’-খ্যাত অভিনেতা ব্র্যাডলির ভক্ত হয়ে গেছেন।
তিনি মনে করছেন যদি কখনও ব্র্যাডলির সঙ্গে তার দেখা হয়, তবে তার উত্তেজনা দেখে কিছুটা বিব্রত হতে পারেন কুপার।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন