জাফর আলমঃ টেকনাফের হ্নীলা বিজিবি জওয়ানেরা একটি চামড়া গুদামে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার চামড়া জব্দ করেছে। বিজিবি সূত্র জানায়-১৩জুলাই সকাল ৯টারদিকে টেকনাফ ৪২বিজিবির হ্নীলা
বিওপি জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে দরগাহ পাড়া এলাকায় একটি চামড়া গুদামে অভিযান চালিয়ে ৯০পিস গরুর চামড়া,৮৮পিস ছাগলের চামড়া জব্দ করে। যার বাজার মূল্য ২লক্ষ ৬হাজার ৯শ টাকা। বিজিবি দাবী করছে জব্দকৃত চামড়া মিয়ানমার হতে চোরাই পথে এসেছে। গুদাম মালিক দাবী করছে তিনি চামড়া সমুহ স্থানীয়ভাবে সংগ্রহ করে মজুদ করেছে। বিশেষ একটি মহলের গোপন সংবাদে আমার গুদামের চামড়া জব্দ করে কাস্টমসে জমা দিয়েছে।