সৈয়দ মোস্তফা আলী: ছ্টো মহেশখালীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ছোট মহেশখালীর লম্বাঘোনা বাজারে বেসরকারী একটি সংস্থা উপজেলার প্রতিটি স্থানে সাধারণ জনগণের সুবিধার্থে টিউবওয়েল দেওয়ার প্রকল্প শুরু করে। ছোট মহেশখালীর লম্বাঘোনা বাজারে একটি টিউবওয়েল বসানো কাজে ১০ জন শ্রমীক দিয়ে কাজ শুরু করে গতকাল সকাল থেকে । টিউবওয়েল বসানোর স্থানে উপরে অংশে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভল্টের খুড়ির সাথে ধাক্কা লেগে বিদ্যুৎ পৃষ্ট হয়ে টিউবওয়েল শ্রমীক সহ ৭ জন গুরুতর আহত হয়।
আহতরা হলেন ফেকুয়া উপজেলার সৈয়দ নুর পুত্র মোঃ কাসেম , লম্বাঘোনা এলাকার আবুল হোসেন ছেলে ফরিদুল আলম, সৈয়দ নুর, নুুরল আলম সহ ৭জন । আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে। আহতদের মধ্যে কাসেম, ফরিদুল আলমের অবস্থা আশংকা জনক বলে ডাক্তারা জানিয়েছেন।
ঘটনার সত্যতা শিকার করে ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল মোস্তফা জানান, ঘটনাটি দুঃখ জনক । স্থানীয় এলাকাবাসীর দাবী ওই টিকাদারী প্রতিষ্টানের অবহেলার কারনে এই দূর্ঘটনা ঘটেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন