সাইফুল ইসলাম চৌধুরী
টেকনাফে এক যুবকেক অপহরন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করছে একটি অপহরন কারী চক্র। এ ঘটনায় অপহরনের শিকার আলী হোছনের মাতা টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করলে ১ জুলাই
সকালে থানা পুলিশের এস আই আবদুল আওয়াল ১ জনকে আটক করেছে । আটক কৃত ব্যক্তি হচ্ছে, জাদীমোড়ার এলাকার আবদু শুক্কুর (৪৫) । জানাযায়,১১জুন বিকালে আবদু শুক্কুর নামক ব্যক্তি একই এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ আলী হোছন (২৬) কে তার ঘর থেকে ডেকে নিয়ে যায় । তাকে ডেকে নিয়ে যাওয়ার পর ২০ দিন ধরে তার কোন প্রকার খোজখবর পরিবারের লোকজন পায়নি । অবশেষে ৩০ জুন দিবাগত রাতে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মকবুলের ছেলে মোঃতাহের নামক ব্যক্তি একটি মোবাইল নাম্বার থেকে আলী হোছনের বোনের স্বামী নুরুল বশর কে মোবাইল করে বলে তুর শমুন্দি এখন আমাদের হাতে তাড়াতাড়ি ৫ লক্ষ টাকা নিয়ে লিংরোড গিয়ে তাদের দিলে তারা মোঃ আলীকে দেবে । অন্যতায় তাকে হত্যা করিয়া তার লাশ গুম করিয়া ফেলবে । এমন কি অপহনকারীরা টকা নিয়ে কখনো লিংরোড,কখনো কলাতলী ও কখনো মহেশখালী যেতে বলছে তাদের । এ ঘটনায় অপহরনের শিকার আলী হোছনের মা থানায় একটি অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ১ জনকে আটক করে ।