সিবিএনঃ রমজানের প্রথম দিনে কাঁচা মরিচের কদর দ্বিগুন বেড়েছে। রোজার একদিন আগে দেশীয় কাঁচা মরিচের দাম কেজি ছিল ১’শ-১২০ টাকা। সে মরিচ বৃহস্পতিবার সকালে বিক্রি হচ্ছে
প্রতি কেজিতে ২’শ টাকা। ধনে মরিচের দামও বেড়েছে সমান তালে।
প্রতি কেজিতে ২’শ টাকা। ধনে মরিচের দামও বেড়েছে সমান তালে।
ভূক্তভোগিরা বলছেন, একদিনের ব্যবধানে মরিচের দাম দ্বিগুন হওয়ার প্রশ্নই আসেনা। এটি অসাধূ ব্যবসায়ীদের নির্লজ্জ কা-। প্রশাসনের তদারকি না থাকাতে তারা এ সুযোগ পেয়েছে। মজুদদাররা সুযোগ বুঝে অন্যান্য তরি-তরকারীর দামও বাড়িয়ে বিক্রি করছে। এতে নি¤œ মধ্যবিত্ত পরিবারের লেকজনের নাভিশ্বাস উঠেছে।
শহরের বড়বাজারে তরকারি কিনতে গিয়ে হাজি ইউছুপ আলী জানান, পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার নির্দেশ থাকলেও দোকানদাররা তা মানছেনা। কোন দোকানে মূল্য তালিকা এখানো সংযোজন করেনি ব্যবসায়ীরা। প্রশাসন অভিযানেও আসেনি। এ কারণে প্রত্যেক পণ্যে ইচ্ছেমতো দাম আদায় করছে অসাধু ব্যবসায়ীরা। মাত্রাতিরিক্ত দাম নেয়ার দায়ে অসাধূ ব্যবসায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানুষের হয়রানি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে প্রত্যেক পণ্যে একটি মার্জিন মূল্য ঠিক করে দেয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছে রোজাদাররা।