বাংলানিউজ: চলমান আন্দোলন-বিক্ষোভের মুখে ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
বুধবার বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গত ৮ জুলাই ৩৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৩ জন প্রার্থী। পিএসসির তিহাসে সর্বোচ্চ দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী ৩৪তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন।
বুধবার বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গত ৮ জুলাই ৩৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৩ জন প্রার্থী। পিএসসির তিহাসে সর্বোচ্চ দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী ৩৪তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন।
বিভিন্ন ক্যাডারে ৪৪২টি পদসহ মোট দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে এ বছরের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করা হয়। গত ২৪ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।
এবারই প্রথম প্রিলিমিনারিতে কোটা পদ্ধতি রেখে ফল প্রকাশ করা হয়। এতে তুলনামূলক বেশি নম্বর পেয়েও অনেক সাধারণ প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি। সাধারণ চাকরিপ্রার্থীদের ক্ষোভের মধ্যে বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে। এতে রাজধানীজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরাও জানিয়ে দেন সরকারের ঘোষণা না এলে তারা অবরোধ ছাড়বেন না।
৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশে সরকারের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে বুধবার দুপুরেই সাংবাদিকদের জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুস সোবহান সিকদার।
এরপরই বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “৩৪তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নিয়ে কিছুসংখ্যক প্রার্থীর মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে পিএসসি বিষয়টি পুনঃবিবেচনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।”
তবে শাহবাগের আন্দোলনকারীরা বলছেন, ফল বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা সেখানে অবরোধ অব্যাহত রেখেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন