তৃতীয় নয়, বিকল্প প্রধান শক্তি



ঢাকা: বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রক্রিয়া শুরু করেছেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও কাদের সিদ্দিকী। এ প্রক্রিয়ারই অংশ হিসেবে বুধবার বিকেলে বৈঠকে বসেন আওয়ামী লীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতা লীগ গড়া কাদের সিদ্দিকী ও বিএনপি ছেড়ে বিকল্পধারা বাংলাদেশ গড়া বি চৌধুরী।
রাজধানীর গুলশান ১ নম্বর সার্কেলের সিলভার টাওয়ারে ওই বৈঠকের মাঝপথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বিকল্প উদ্যোগের কথা জানান। 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, মহাজোটের যাওযার প্রশ্নই আসে না। ১৮ দলীয় জোটে ১৯তম দল হওয়ারও ইচ্ছে নেই। বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রক্রিয়া চলছে। তৃতীয় শক্তি নয়, আমরা বিকল্প প্রধান শক্তি হবো।
এ সময় দুই জোটের বাইরে মানুষের আলাদা চিন্তা-চেতনা তৈরি হয়েছে বলে দাবি করেন এই দুই নেতা। 
এর আগে ব্রিফিংয়ে কাদের সিদ্দিকী বলেন, “সিটি করপোরেশনের বিজয় বিএনপির নয়, দু:শাসনের বিরুদ্ধে জনগণের রায়। মানুষ সরকারের ওপরে বিরক্ত হয়ে পুঞ্জিভূত ক্ষোভের বহিপ্রকাশ ঘটিয়েছে।”
বি চৌধুরী বলেন, “তত্ত্বাবধায়ক ছাড়া কোন উপায় নেই। বিকল্প শক্তির শুভ সূচনার প্রক্রিয়ায় বুধবারই প্রথম বৈঠক। আলোচনা আরো হবে। মানুষের প্রত্যাশা বুঝে কাজ করবো।” 
এ সময় ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তা, হেফাজতে ইসলামের বিরোধিতা ইত্যাদি কারণ পাঁচ সিটি নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবি ঘটিয়েছে বলে দাবি করেন তারা।
এ দুই নেতা এও বলেন, এসব নির্বাচনে মানুষ কার্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলকে প্রত্যাখ্যান করেছে।
দু’জনের রাজনৈতিক ক্যারিয়ার ও দলীয় রাজনীতিতে বঞ্চিত হওয়ার ঘটনায় মিলগত দিক থেকে এখন তারা এক হয়েছেন বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী ও বি চৌধুরী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন